আমাদের কথা খুঁজে নিন

   

সুকুমার রায় সমগ্র .... (১)

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

কত বড় সুকুমার রায় ছোট্ট সে একরতি ইঁদুরের ছানা, ফোটে নাই চোখ তার, একেবারে কানা। ভাঙা এক দেরাজের ঝুলমাখা কোণে, মার বুকে শুয়ে শুয়ে মার কথা শোনে। যেই তার চোখ ফোটে সেই দেখে চেয়ে - দেরাজের ভারি কাঠ চারিদিক ছেয়ে। চেয়ে বলে, মেলি তার গোল গোল আঁখি - ওরে বাবা! পৃথিবীটা এত বড় নাকি? ----------------------- সুকুমার রায়ের বেশ কিছু সুন্দর কবিতা রয়েছে। সেই কবিতাগুলো এখানে সব জড়ো করবো ভাবছি। আমার বইটি খুঁজে পাচ্ছি না... সুতরাং আপনার জানা কবিতাগুলো দিয়ে সাহায্য করলে খুশি হবো.... -------------- সুকুমার রায়ের যে কয়টা কবিতা এখানে আছে 1. কত বড় 2. হরিষে বিষাদ 3. দাঁড়ের কবিতা 4. অসম্ভব নয় 5. আশ্চর্য 6. দুষ্টুলোকের মিষ্টি কথায় 7. হারিয়ে পাওয়া 8. বড়াই 9. বোম্বাগড়ের রাজা 10. বুঝিয়ে বলা 11. গন্ধ বিচার 12. কহ ভাই কহ রে 13. ট্যাঁশ্ গরু 14. কাতুকুতু বুড়ো 15. বিজ্ঞান শিক্ষা 16. মাসি গো মাসি 17. দাঁড়ে দাঁড়ে দ্রুম 18. গল্প বলা 19. ভয় পেয়ো না 20. আহ্লাদী 21. শোন শোন গল্প শোন 22. কাঁদুনে 23. আকাশের গায়ে 24. ঢপ ঢপ ঢাক ঢোল 25. পাকাপাকি 26. ভালোরে ভালো 27. সৎপাত্র 28. আবোল তাবোল 29. থিচুড়ি 30. কাঠবুড়ো 31. শব্দকল্পদ্রুম 32. গোঁফ চুরি 33. ও বাবা 34. বাবুরাম সাপুড়ে 35. বিচার 36. কুম্

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।