আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
কুটিকাল থিকাই আমার চাই চাই স্বভাব। দাদাজানের কাছে লেমনচুষের পয়সা, আম্মার কাছে চটপটি খাওনের পয়সা, বাপের কাছে টম এন্ড জেরী আর থ্রি স্টুজেস এর ক্যাসেট ভাড়া করুম তার পয়সা। মাঝে মাঝে কাকার কাছে যাইতাম বাজার থিকা মাসের নতুন উন্মাদ আর কার্টুনের কপি কিননের লিগা।
অনেকসময় পাইতাম অনেক সময় পাইতাম না।
যখন পাইতাম তখন মনে হইতো আমি সবচেয়ে সুখী মনে হয় নয়া বিয়া করছি। আবার যখন পাইতাম না তখন মনে হইতো আমি খুব দুঃখী আমার বৌ তালাক না দিয়াই ভাগছে!
কুটিপুলাপানের দুঃখ কেউ বুঝে না। বড় হইছি অখন, বয়স আল্লায় দিলে আর কয়েকবছর পর প্রাগৈতিহাসিক হইয়া জাদুঘরে ডাইনোসরের লগে খাড়াই থাকনের যোগ্যতা লাভ করুম, মাগার ব্লগার হিসাবে এখনো সেই পুচকেটে, ন গন্যই থাইকা গেলাম। ভালো লেখা লিখতে পারি না, ভালো কাব্য চর্চা পারি না, বছর বছর আমার লেখা নিয়া বই ছাপানো হয় না, আমার লেখা খুব একটা ফেভারিটেও যায় না! দুঃখও নাই, স্বল্প জ্ঞানের লোক যে কিছু লেইখা দুয়েকটা হিট পায় এইটার জন্যই শুকুরআলহামদুলিল্লাহ!
আসল কথায় আসি, আমার জ্ঞান দুয়েকটা জায়গায় ঘুর ঘুর করে, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, প্রকৌশল শাখা আর এস্ট্রো ফিজিক্স আর সংগীত।
যদিও আমি ভালা গান গাইতে পারি না, যদিও আমার রেজাল্ট খুবই খারাপ হয় বরাবর, তাও আমি এইসব নিয়াই লিখি!
ইদানিং কিছু কিছু ব্যাপার নিয়া লিখতে গিয়া ভেজালে পইড়া গেছি।
স্ট্রিং থিওরী নিয়া লেখা লেখতাছি, সাথে আবার ইলেক্ট্রনিক্স নিয়াও লেখা লিখি। মাঝে মাঝে কয়েকটা নতুন ল্যাব এক্সপেরিমেন্টের রেজাল্ট নিয়াও লেখালিখি করি। কিন্তু সমস্যা হইলো ইকুয়েশন জিনিশটা কিভাবে দেয় সেইটা জানি না। ডাইনোসর নামের এক বোলগার চাইছিলো ইকোয়েশন দিয়া যদি স্পেশাল রিলেটিভিটি বুঝাইতাম, মাগার আমি পারি নাই। সাবস্ট্রেট কেমনে দেয়, সুপারস্ক্রিপ্ট কেমনে দেয় এইখানে সেইটাও জানি না।
আবার দেখা যায় কমেন্টে কেউ কেউ এমুন কুশ্চেন করে যে তখন ম্যাথমেডিক্যাল না হওলেও নিদেন পক্ষে একখান ইকুয়েশন যেইটা ইন্টিগ্রো ডি ফারেন্সিয়ালও হইতে পারে অথবা সিমলুটেনিয়াস ইকুয়েশনও হইতে পারে সেগুলান দেওন ফরজ হইয়া যায়!
যদি মডু তথা সামুর ডেভেলপার লাভলু ভাই যদি একখান ইকুয়েশনের টুলবক্স দিতে পারতেন অথবা পিএইচপিতে গুতা দিয়া এমুন কিছু করতেন যে এমএস ওয়ার্ড থিকা সরাসরি কপি কইরা এইখানে পেস্ট করলে পুরা ইকোয়েশনটা চোখের সামনে জ্বল জ্বল করবো তাইলে খুব ভালো হইতো!
ইচ্ছা আছে ডিফারেন্সিয়াল ইকোয়েশন আর ক্যালকুলাসের নানা প্রায়োগিক দিক কিভাবে আমাগো জীবনে কাজে লাগান যায় সেইটা নিয়াও মৌলিক পোস্ট দিতে, মাগার সময়ও পাই না, বা যখন সময় পাই তখন দিতেও পারি না!
যদি দয়া করেন আপনেরা? আমি এইটা আপনেগো ফিডব্যাকেও মেইল করলাম! দয়া করেন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।