সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
প্লাটফর্ম একটা প্লাটফর্ম
এখানে আনাগোণা সহস্র মানুষের
অন্ধকার রাত জাগে নিয়ন আলোয়।
ট্রেন আসে ট্রেন যায়
বাড়ে ব্যস্ততা
হুটহাট হৈচৈ
হাকডাক হকারের চাগরম চাগরম।
এটা একটা প্লাটফর্ম এখানে রাত্রি এরকম।
ট্রেন চলে গেলে
আবার স্তব্ধতা
নিশ্চল নিশ্চুপ
ঠোঁটে লিপস্টিক মেখে আসে হেসে হেসে
রাতের জোনাকীরা
নেশায় বুঁদ হয়ে ঝিমায় যুবক।
এখানে এই প্লাটফর্মে
কুকুর কুণ্ডলীপাকিয়ে শুয়ে আছে
ভুল কোরে ভাবি ওরা যদিও মানুষ
মায়ের স্তনে রেখে ঠোঁট শিশু তার মুখ ভিজে না
তাই করে ঠাঠা কান্না
রাত্রি ঘুমায় এখানে আয়েশ কোরে
লজ্জা নেই তাই সে জাগেনা।
ভিনপুরুষের ইশারায়
প্রকৃতির ডাকে সাড়া দিতে স্ত্রী চলে বগির চিপায়
স্বামী বেচারা পাশ ফিরে শোয়
বুঝেনা কিছুই যেন অবুঝ শিশুই।
প্লাটফর্ম একটা প্লাটফর্ম
জমাট অন্ধকার এখানে
দূরদর্শনে যদিও বহে জোয়ার সে উন্নয়নের
সে জোয়ারেই হয়তবা এখানে
ভেসে আসে সারি সারি লাশ
ভুল কোরে ভাবি যদিও প্রাণ আছে সে লাশের।
প্লাটফর্ম একটা প্লাটফর্ম
এখানে বাড়ছে রাত্রি বাড়ছে অন্ধকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।