গতকাল সন্ধায় সমস্ত আলস্যকে ঝেড়ে ফেলে বহু কস্টে টিকিট কাটার জন্য কমলাপুর যাব বলে ঠিক করলাম । ঢাকার বহু পরিচিত জ্যাম পার হয়ে শহীদুল্লাহ হল থেকে কমলাপুর গেলাম । কিন্তু সেখানে বিশাল লাইন ।
উফঃ
আধঘন্টা লাইনে থাকার সুফল হিসেবে কাউন্টারের সামনে আসার সুযোগ পেলাম ।
॥কোথায় যাবেন
॥ফেনী
॥কত তারিখ
॥১১ তারিখ তুর্না
॥সিট নাই
॥১২ তারিখ প্রভাতী
॥সিট নাই
তাহলে কি আমার মূল্যবান সময় বৃথা গেল ? না । টিকেট ছাড়া আমি কাউন্টার ছাড়ছি না ।
॥ফার্স্ট ক্লাস ?
॥এইখানে ফার্স্ট ক্লাসের টিকিট দেই না
॥( তাইলে নরমালটাই দেন ) ১২তারিখ রাতের টা একটু দেখেন না প্লিজ ।
॥নাই টিকিট শেষ
॥আমিও শেষ
॥একটা টিকিট আছেএএ
॥YAHOO
টিকিট পাইছি ।
শেষ পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত মোতাবেক আমি ১২ তারিখ রোজ শুক্রবার রাত ১১ ঘটিকার ( নিশ্চিত না কারন বাংলাদেশ রেলওয়ে তো ) সময় বাড়ির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করিব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।