নদীর তীরে বাস করার সকল আনন্দ এখানে পাওয়া যাবে। তৈরী হচ্ছে ব্রিটেনের প্রথম উভচর বাড়ি। উভচর প্রাণী রয়েছে তা আমরা জানি, কিন্তু উভচর বাড়ি? তা আবার কী? এমন একটি বাড়ি এবার তৈরী করছেন ব্রিটেনের বাকিংহামশায়ারের এক পরিবার।
টেমস নদীর তীর ঘেষে বাড়িটি তৈরীর নকশা ইতিমধ্যেই তৈরী করেছেন প্রকৌশলীরা। আরো মজার ব্যপার হলো বন্যায় বাড়িটি তলিয়ে যাবেনা।
পানি যত বাড়তে থাকবে বাড়...িটি তত উপরের দিকে ভাসতে থাকবে।
বাড়িটি চারটি পিলারের ওপর ভিত্তি করে তৈরী হচ্ছে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কিংক্রিট নির্মিত স্থাপনার ওপর। এতে রয়েছে তিনটি শয়ন কক্ষ। এই বাড়িটি টেমস নদীর তীরে অবস্থিত ১৯৩০ সালের একটি জরাজীর্ণ বাংলোর জায়গায় নির্মাণ করা হচ্ছে।
বৃটেনের পরিবেশ সংস্থা নদীর খুব কাছাকাছি জায়গায় বাড়ি নির্মাণের অনুমতি না দিলেও বাড়িটির নকশার কারণেই অনুমতি দিয়েছে।
বাড়িটি নির্মাণে দেড় কোটি পাউন্ড ব্যয় হবে। এ বছরেই এর নির্মাণকাজ শেষ হবে বলে জানা গেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।