জানো, আমি বাড়ি আছি আজ
শুধু আজ নয়,কাল নয় সমস্ত সময়
পুরোটা দিন, মাস,বছর ধরে আছি
যদি তুমি আসো-
আর কেউ বলে দেয় আমি বাড়ি নেই,
আমিও তো বলে পাঠাই যে বাড়ি নেই অনেক সময়
যদি তুমি ফিরে যাও সে কথা শুনে,
তাই আমি বাড়ি থাকি।
হাজার লোকে কড়া নাড়ে বারবার
আমিও হাজার বার আশাহত হই,
তবু জানি,এমনই এক কড়া নাড়ার শব্দে
উলট পালট হবে পৃথিবী-
আমি ছুটে যাবো দরজায়
ঘর থেকে দরজা পর্যন্ত সময়টা অনন্ত মনে হবে।
তবু আমি ছুটে যাবো-
তুমি চলে এসো সোনা,
র্নিদ্বিধায় আমার দরজার কড়া নাড়ো
আমি বাড়ি আছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।