আমাদের কথা খুঁজে নিন

   

একটা পোষ্টার (দেশ নিয়ে মর্মান্তিক ফান) !!


সাম্প্রতিক সময়ে রাস্তাঘাটে, টিভি বিজ্ঞাপনে দেশের প্রথম কর্পোরেট পত্রিকার স্ট্যান্টবাজীর চূড়ান্ত একটি পোস্টার চোখে পড়ছে। পোস্টারটি হলো: যে পত্রিকা এত গভীর আহ্বান জানায় সেই পত্রিকার মালিক পক্ষ অবশ্যই দেশকে নিয়ে অনেক ভেবেছেন। মা'কে নিয়ে অনেক ভেবেছেন। এই দেশের মূল জনসংখ্যার ৮০ ভাগ লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে। এই দেশ বা মা নিজেও দরিদ্র।

তাই দেশ তথা মায়ের স্বাস্থ্য উন্নয়নের মহত উদ্দেশ্যে তারা এই দেশে আমদানী করেছেন বিদেশী মুরগীভাজা তথা- এখানেই শেষ নয়। এর আগেই তারা দেশ তথা মায়ের জন্য আমদানী করেছিলেন বিদেশী কিমারুটি অর্থাৎ পিজা। হয়তো আগামী দশ বছরে মায়ের স্বাস্থ্যের জন্যই আসবে চেইন পাব বা বার। মায়ের বিনোদনের জন্য আসবে চেইন ডিসকো। সবকিছুতো মায়েরই জন্য।

এরা যে কত কিছু করে রে...... বাণিজ্য মূল কথা, বাকী সব চতুরতা । বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দেশ নিয়ে ভাবনার বিজ্ঞাপন নষ্ট আইওয়াশ ছাড়া কিছু না। সিগারেট কোম্পানির গাছ লাগিয়ে সবুজ করার বিজ্ঞাপনকে চরম ভাওতাবাজী ছাড়া আর কি বলা যায় !! কৃতজ্ঞতা স্বীকার: হরবোলা। সংগ্রহিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.