ক্লান্তি মোর ক্ষমা কর প্রভু
আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত। মনে হচ্ছে গত কয়েকদিন ধরে আমি আমার ভগ্নপ্রায় পৃথিবীটাকে কোনমতে ধরে রাখার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি আর সেটা বারবার নিচে পড়ে কাচের মত গুড়িয়ে যাবার হুমকি দিচ্ছে। আমি একা আর কতক্ষন এভাবে ধরে রাখব? ক্লান্তিতে আমার পা ভেঙ্গে আসতে চাইছে, ঘুমে দুচোখ বন্ধ হয়ে যাচ্ছে। তাও আমি জোর করে জেগে আছি; আমার পৃথিবীটাকে বাঁচিয়ে রাখব বলে।
কিন্তু এভাবে আর কই দিন? বার কয়েক অন্য কারো সাহায্যের এতো বেশি প্রয়োজন বোধ করেছি যে বলে বোঝাতে পারব না।
আর তখনি জীবনে প্রথম বুঝলাম আসলেই আমি কতটা একা! এক দিকে ভালই হল, আজ আমার কিছু মানুষকে ঘৃণা করা অনেক সোজা হয়ে গেছে। যাকে ঘৃণা করার কথা ভাবলে আগে নিজের জন্যই ঘৃণা চলে আসত আজ তাকে আমি অকপটে ঘৃণা করতে পারি।
জোর করে ঘৃণা করতে গিয়েই না কি কারণে জানি না আমি আমার লক্ষ্যে দিনকে দিন আরো ব্যর্থ হয়ে যাচ্ছি। আমার পৃথিবী নিচের দিকে আরো হেলে পড়ছে।
না না না!! যতক্ষণ এই ধড়ে প্রাণ থাকবে ততক্ষণ আমি লড়ে যাব।
আর যখন খুব বেশি ক্লান্ত হয়ে পড়ব তখন লিথী নদীতে ডুব দিয়ে চলে যাব পৃথিবীর একমাত্র মানুষটি কাছে যে যেকোন অবস্থায় আমাকে বুকে টেনে নিবে; সে হচ্ছে আমার মা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।