দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
আমি তো সে, যে খুঁজেছিল শান্তি
আর কাঁটার খোঁচা নিয়েছিল চোখে।
আমিই তো সে, যে অন্ধের মতো হাত বাড়িয়ে খুঁজেছিল শব্দ
আর তীরের খোঁচা পেয়েছিল হাতে।
আমিই সেই স্থপতি যে ঘিরেছিল মজবুত এক পাঁচিলে
পিছলে যাওয়া মাটি।
যদি নিদারুন ক্লান্ত হই আমি কিংবা শিকল দিয়ে বেঁধো না ঃ
হতাশ কোর না আমাকে
যদিও মুখ আমার এক অগি্নদগ্ধ বই
এবং বিধ্বস্ত এক লুপ্তপ্রায় শহর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।