কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়
"যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা" এটা কোন কবির কবিতার পংক্তি কিনা জানি না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এ লেখাটি আমার প্রিয় স্যার আব্দুল কাদির ভূঁইয়ার চেম্বারের দেয়ালে সাটানো ছিল, খুব কচি হাতের লেখা। তখন লেখাটি আমার খুব ভাল লেগেছিল। সাহস করে স্যারকে কোনদিন জিজ্ঞাসাও করিনি যে লেখাটি কার।
আজ এতদিন পর মনে হচ্ছে সত্যিই এটা একটা খেলা।
আজ আমার ভাতিজা আমাকে একটা মেইল করেছে এই লিংকটি দিয়ে http://abbc.net/jewish-photos/index.htm আমি ব্লগে ঠিকমত ছবি যোগ করতে পারি না। আর এই বিভৎস ছবি প্রথম পাতায় দিতেও মন চাইল না।
কোথায় থাকল জাতিসংঘ! কোথায় মানবাধিকার সংগঠন? প্রতিদিন এই বিভৎসতা দেখে দেখে আমাদের যেন গা সওয়া হয়ে গেছে। আমাদের মানবিকতা বোধ সম্ভবত: নি:শেষ হয়ে গেছে। কার কাছে ফরিয়াদ করব? অভিযোগ জানাব এই নিষ্পাপ শিশুগুলোর জন্য! হায় আল্লাহ তুমি মানুষকে সুমতি দাও।
বন্ধ করে দাও এই নৃশংস খেলার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।