আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধের সুচনা

সাধারন মানুষ আজ রেডিও তেহরানের এক খবরে দেখলাম তুরস্কের সাথে সিরিয়ার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। খবরটি ছিল নিম্নরূপ ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির উপ প্রধান আহমাদ রেজা দাস্তগেইব বলেছেন, সিরিয়ার ওপর তুরস্ক যদি সামরিক হামলা চালায় তাহলে আঙ্কারার নিরাপত্তা সংকটাপন্ন হয়ে পড়বে। তিনি বলেছেন, তুর্কি সংসদ যুদ্ধের অনুমোদন দিয়ে যে প্রস্তাব পাস করেছে তা মোটেই বিচক্ষণ সিদ্ধান্ত নয়। তিনি আরো বলেন, তুরস্ক যদি সিরিয়ার ওপর হামলা চালায় তাহলে দেশটি শুধু সীমান্তেই সমস্যা মোকাবেলা করবে না ভবিষ্যতে দেশটির অভ্যন্তরেও নিরাপত্তা সংকট দেখা দেবে। আহমাদ রেজা দাস্তগেইব বলেন, সিরিয়া কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামিয়ে তুরস্কের উচিত- নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশটিতে যে জাতিগত সমস্যা রয়েছে তা নিরসন করা।

গত ৪ অক্টোবর তুরস্কের জাতীয় সংসদ সরকারকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধের অনুমতি দিয়ে একটি প্রস্তাব পাস করেছে। এক বছর মেয়াদি এ প্রস্তাব অনুযায়ী, তুরস্ক সরকার যখন প্রয়োজন মনে করবে তখন সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে। এ প্রস্তাব পাসের পর গত রোববার তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান তুর্কি জাতিকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া, সিরিয়া থেকে মর্টার ছোঁড়ার অজুহাতে গত সাতদিন ধরে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে গোলা বর্ষণ করে যাচ্ছে। এতে বেশ কয়েকজন সিরিয় সেনা নিহত হয়েছে।

উপায়ান্তরহীন হয়ে সিরিয়াও এর পাল্টা জবাব দিচ্ছে। আমি যে জিনিসটা বুঝতেছিনা তা হোল ভাতৃপ্রতিম এই দেশ দুটি কেন অযথা যুদ্ধের মতো পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে। কেনও জাতিসংঘ এখনো হস্তক্ষেপ করছেনা। মাত্র গুটিকয়েক মানুষের একগুঁয়েমির জন্য কোটি কোটি মানুষের ভাগ্য অনিশ্চয়তার পথে এগিয়ে যাচ্ছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.