আমাদের কথা খুঁজে নিন

   

প্যাচ বলে প্যাচারে আবজাব আহারে!!

শুধু মাত্র জীবিত মানুষ মৃত্যুবরন করতে পারে ।
প্রেমে পরে হাবু ডুবু ...........প্রেমিক তারে কয় মোবাইল প্রেমে অস্টপ্রহর ........প্রেমের রিমিক হয় সব কিছু ই মেয়াদ শেষে ............আবর্জনা তুল্য প্রাক্তন প্রেম মেয়াদ গেলে ..............থাকে কি আর মূল্য স্পিকার সাব পার্লামেন্টে ...............স্পিক করে কনট্রোল আমার দুটে স্পিকার করে .............আমার কথা আমল । চুরি করা মহা পাপ ................. গুরুজনে বলে !! চুড়ি পরায় কোন মেয়ে............... কভূ গেছে জেলে ? বই পড়া ভালো লক্ষন .............চুরি ভালো নয় বই চুরি হালাল নাকি................মার্কটেয়ন কয় । জাল নিয়ে যে জলায় কাছে ............জেলে তারা বলে নেট নিয়ে যে পড়ে আছে...............বলবো তারে জেলে? ব্যংকে টাকার লেনাদেনা ..............আমানত আর লোনে আমার একটা মাটির ব্যংকও ..........আছে টেবিল কোনে। চাকর যখন আজ্ঞা বহে.............. চাকরি তারে কওকি? তুমি যখন চাকরি করো .............চাকর নিজে হওকি? লোড সেডিংয়ে স্ত্রি যখন .............গরম করা দরকার নিজ স্ত্রী কে রাগিয়ে দিয়ে ............সারতে পারো কারবার। নিতান্তই আবজাব চিন্তাভাবনা । বিদ্র: লেখকের বানান ভূল করার অধিকার আছে । বি: বি দ্র: পাঠকের পচা ডিম দেয়ার অধিকার আছে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.