অতি সাধারণ একজন....
পোস্ট দেন ভালো কথা। সামুতে পোস্ট দিতে তো আর আপত্তি নাই। কিন্তু একটা পোস্ট প্রসব করে সারাদিন প্রথম পাতায় ঐ পোস্ট-এর বিজ্ঞাপন দেবার মানে কি?
সামু একটা কমিউনিটি ব্লগ। এখানে সব লেখকই চায় তার লেখাটা মানুষ পড়ুক। কিন্তু আপনাদের মতো আজব "রিপোস্ট মেশিন"দের যন্ত্রনায় প্রথম পাতায় পোস্ট রাখাটাই হয়ে উঠেছে বিরাট ঝামেলার।
কিছুক্ষন পরপর বিজ্ঞাপন, "আমি একখান জ্ঞান গর্ব পোস্ট প্রসব করেছি। মিস করে থাকলে পড়ে ফেলুন"। আরে "**ল! ভালো পোস্ট লেখলে মানুষরে জানানো লাগবে না। মানুষ এমনিতেই পড়বে।
মডারেটরদের কিছু বলেও লাভ নাই।
তারা কন্টেন্ট বাড়াতে ব্যাস্ত। তাই হয়রান, ক্লান্ত, ঢেকি মামুনরা যতোই রিপোস্ট করবে ততোই তাদের লাভ।
রিপোস্ট মেশিনদেরই বলছি- "থামেন। থামলে ভালো লাগে। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।