শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে ।
কারন, এরাই ইসলামের বড় শত্রু । শালা সব হালারা ভোল পাল্টাই, আমি বাদ যাই কেলা। খাইয়া কোন কাম নাই, মানুষকে উদীপ্ত করমু । আর শত্রু বারামু । আমি ভূইয়া স্যার এর নীতি লইলাম ।
জোর যার আমি তার । এলা ভূইয়া স্যারকেও শত্রু বানাইলাম দেখি । এটাই শেষ শত্রু ।
আমিও ডিগবাজি দিলাম ।
আজ হইতে আমি আবার পুরানো সেই কোডিং লাইফ ।
শাহবাগ কেন্দ্রিক সব পোস্ট বাদ ।
কাজ করো, ডলার কামাও । এক কথা, শত নীতি ।
জামাত ইসলাম ভাই ভাই , বেহেশতের টিকিট চাই । (অল্প হইলে আগে বুকিং )
----শূন্য মানব
==) দয়া করিয়া শাহবাগ কেন্দ্রিক পোস্ট দিলেও ট্যাগ করিবেন না ।
দেশের ও ইসলামের যেদিন প্রয়োজন পড়বে হাসতে হাসতে জীবন দেব । এখন আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করে বেড়ান । বেশি লাইক নেন বা শহীদ হবার লোভ দেখান, আমি কোনটাতে নাই :
----পোস্ট না বুঝে কমেন্ট করবেন না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।