নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
শালা, শালার পুত, শালার ভাই, শালার শালা, শালার রামছাগল, ওইস শালা ইত্যাদি শালা সর্ম্পকিত এমন বহু শব্দ আছে যারা বাংলদেশীয় পরিমন্ডলে কিংবা আবহাওয়ায় বাস করেন তাদেরকে পরিচয় করিয়ে দেবার মত কিছু নেই। যদিও শব্দগুলো বিশেষভাগে উত্তেজনাবশত প্রয়োগকৃত “গালি” বা অকথ্য ভাষা রুপেই বেশী ব্যবহৃত হয়, তারপরেও এ পরিচিতির বাহিরে সবচেয়ে বড় সার্থক শব্দ হল “শালা” শব্দটি একটি মধুর সম্পর্কের নামকরণে ব্যবহার হয়।
স্থান, কাল, পাত্র ভেদে “শালা” শব্দটি বিভিন্ন আক্ষরিক অর্থে বহুল প্রচলিত, ব্যবহৃত এবং সর্বজনগৃহীত। আপনার কি কোন শালা আছে? কিংবা আপনি নিজে কখনও শালা হয়েছেন ? যদি হয়ে থাকেন কিংবা না থাকে তারপরেও কাউকে যখন তখন “শালা” বানিয়ে ফেলা বা নিজে যেকোন সময় “শালা” হয়ে যাওয়াটা মোটেও আশ্চর্যের না, কারণ এ “শালা” যে সবই সম্পর্কের বাধনের “শালা” নয় সম্পর্কের বাহিরের অনেককিছূ।
রিকশাওয়ালের সাথে, বাসের কন্ডান্টরের সাথে গোলমাল হল ওমনি তাকে শালা বানিয়ে ফেললেন, অথচ তাকে আজই প্রথম দেখেছেন, জানা তো দূরের কথা, কিন্তু মহুর্তেই তাকে সম্পর্কের বাধনে বেধে ফেললেন।
শালা’র একমাত্র আদরের একটি রামছাগল, তাকে কি মনে না করলেই নয়, না তারপরেও তাকে মনে করতে হবে, তাইত বাসার বোকা কাজের ছেলেটিকে ওই নামেই ডেকে বসলেন “শালার রামছাগল”
শালার পুত মানে পুত্র কতই না আনন্দের বিষয় কিন্তু কোন এক কালে আপনার পছন্দের এন্টিকটা নষ্ট করে সে রাগ এখনও আছে তাই অফিসের কর্মচারী একটু ভূল করতেই ঝালটা মিটিয়ে নিলেন “শালার পুত”
আমার ভাই, তোমার ভাই কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাইয়ের ..... কত জ্বালাময়ী শ্লোগান দিয়ে তাকে ক্ষমতায় বসালেন, পরে দেখলেন আপনার সম্পদ নিয়েই কুদ্দুস ভাই ফুলে কলা গাছ হয়েছেন যখন ধরা খেলেন তখন আর তাকে “শালার ভাই” বানাতে ভুললেন না।
“শালা” নিয়ে বহু সলাপরামর্শ করে ফেললাম, পাঠক না আবার রেগে মেগে আমাকেই “শালা”র কোন গোত্রে অর্ন্তভূক্ত করে ফেলে তার চেয়ে অফ যাই।
কেউ যদি আমাকে “শালা” স¤প্রদায়ভূক্ত কোন শব্দ বলে যে অর্থই বোঝাতে চাননা কেন, আমি মোটেও বেজার হবনা, কিন্তু তার ভিতর কেউ যদি মধুর “শালা বাবু” ডেকেই বসেন তার ডাকে সাড়া না দিয়ে যে পারবনা তা কিন্তু আগেই বলে নিচ্ছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।