আমাদের কথা খুঁজে নিন

   

সব শালা দুলাভাই হইবার চায়!

ফান e গল্প। ১৩৫টি গল্প, ১৩৫ স্বাদের, ১৩৫ রকম হাসির। প্রচ্ছদ : আহসান হাবীব। পাওয়া যাবে : ঐতিহ্য (স্টল নং : ১৬৬-৬৭-৬৮) ও উন্মাদ (স্টল নং : ৫৬৪-৬৫) প্রকাশনীতে।

বড় ভাইয়ার বিবাহ হয় নাই, তাই বাবা-মা আমার বিবাহের ব্যাপারে বড়ই উদাসীন।

রাগ করিয়া বোন-ভগ্নিপতি বলিয়া দিয়াছে, তুই নিজেই নিজের বিবাহ সম্পন্ন করিয়া ফ্যাল। তাহাদের কথা শুনিয়া ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া থাকা ছাড়া আমার কিছুই করিবার ছিল না। পাছে ত্যাজ্যপূত্র না হইয়া যাই-এই ভয়ে প্রেমিকাকে বুঝাইলাম, দ্যাখো, আমরা তো আর ওয়েস্টার্ন জীবন-যাপন করি না যে, বড় ভাইকে রাখিয়া নিজেই বিবাহের এন্তেজাম করিব! প্রেমিকা হুশ ঠিক রাখিয়া ফোসফোস করিয়া উঠিল- বলি, নিয়ম রক্ষা করিতে গিয়া কি আমি সারাজীবন আইবুড়ি আর তুমি আদুভাই হইয়া থাকিবে? আমি তাহার প্রশ্নের জবাব দিতে পারি নাই। মিনমিন করিয়া বলিলাম, মাইনক্যা চিপা বুঝি এরেই কয়! প্রেমিকা সেই যে রাগ করিয়া ভাগিল, মোবাইল বন্ধ। চারটা সিমে নম্বর টিপতে টিপতে আমার আঙুলের দফারফা।

কিন্তু তাহার বন্ধ দুয়ার আর খুলিতেছে না। শুনিয়াছি প্রেমিকা আমার (নাম তাহার ‌‌'ম' আদ্যক্ষরের!) এই ব্লগে হরহামেশাই ঢুঁ মারে। তবে ছদ্মনামে। তাহার কাছে কড়জোরে মিনতি, আমি আদুভাই হইয়া জীবন কাটাইতে পারব না। তুমি যে কোনো একটা সিম ওপেন করো।

আমার (০১৭১৬-৪৭৪৪৮৪) নম্বরে জাস্ট একটা মিসকল দ্যাও। দেখিবে মিসকলের বিপরীতে তোমারে আমি মাসখানেকের মধ্যেই আমার মিসেস বানাইয়া ফেলিব! চিন্তা করিও না, আমি সম্প্রতি আমার সিমে ফেক্সিলোডের মাধ্যমে টাকা ভরিয়াছি। পরিশেষে এই মর্মে আবেদন জানাইতেছি যে, চোখের সামনে গেন্দা-পিচ্চিরা 'বাবা' ডাক শুনিতেছে আর আমি অভিমানে একা পড়িয়া থাকিতে রাজি নহে। সব শালাদের মতো আমিও দুলাভাই হইবার চাই!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।