বাংলাদেশের শেয়ারবাজার
ঋণ বিতরণে অনিয়ম হওয়ায় আরও ৭ ব্রোকারেজ হাউজকে এসইসির নোটিশ
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত ঋণ প্রদানের কারণ ব্যাখ্যার জন্য আরও ৭টি ব্রোকারেজ হাউজকে নোটিশ প্রদান করেছে। ব্রোকারেজ হাউজগুলো হচ্ছেÑ ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমানের মিডওয়ে সিকিউরিটিজ, বর্তমান প্রেসিডেন্ট শাকিল রিজভীর স্টক লিমিটেড, ট্রাস্ট্রি এসোসিয়েট কোম্পানি লিমিটেড, জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল, মুনতাহা সিকিউরিটিজ, ইসপি সিকিউরিটিজ এবং পিকে সিকিউরিটিজ। এছাড়া মার্জিন ঋণ বিতরণে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনের জন্য এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শুনানিতে ডেকেছে এসইসি। এনিয়ে গত দু’সপ্তাহে মোট ২০টি ব্রোকারেজ হাউজকে নোটিশ দিয়েছে এসইসি।
রোববার কমিশনের সার্ভিল্যান্স বিভাগ থেকে কারণ দর্শাও নোটিশ ও শুনানিতে হাজির হওয়ার জন্য সংশ্লিষ্ট ৭টি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে একই অভিযোগে আরও ১৩টি ব্রোকারেজ হাউজকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। এসইসি সূত্রে জানা যায়, শেয়ার কেনায় গ্রাহককে আইনি সীমার চেয়ে অতিরিক্ত ঋণ দেয়ার কারণে এসব সিকিউরিটিজ হাউজকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে।
এসইসি সূত্রে জানা গেছে, স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকারদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এখন পর্যন্ত মোট ২০টি ব্রোকারেজ হাউজে ঋণ প্রদানের ক্ষেত্রে অনিয়ম চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্রোকারেজ হাউজগুলো তাদের প্রকৃত মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত কোন একক গ্রাহককে ঋণ প্রদান করতে পারে; কিন্তু এ প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সীমার ওপরে ঋণ প্রদান করেছে বলে এসইসির পর্যবেক্ষণে ধরা পড়েছে। এ কারণে এসব প্রতিষ্ঠানকে শুনানিতে ডাকা হয়েছে।
গতকাল মনিটরিং বিভাগ এ অনিয়মের পুনরায় যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এসইসির ইনফোর্সমেন্ট বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।