মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার সকাল ১০টায় সচিবালয়ে এই বৈঠক হবে।
তবে ওই বৈঠকে মন্ত্রিসভার পুরনো সদস্যরাই অংশ নেবেন, না পুনর্গঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী বসবেন- সে বিষয়ে কিছু বলেননি সচিব।
তিনি বলেন, “মালয়শিয়ার প্রধানমন্ত্রী সোমবার বাংলাদেশ সফরে আসবেন। প্রধানমন্ত্রীর তার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। এ কারণে মন্ত্রিসভার বৈঠক হবে রোববার।”
গত সোমবার মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পদত্যাগপত্র তুলে দেন মন্ত্রিসভার সদস্যরা।
ওইদিন মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, “এটাই হয়তো এই ফরম্যাটে মন্ত্রিসভার শেষ বৈঠক।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।