আমাদের কথা খুঁজে নিন

   

নিজে থেকেই নিয়ন্ত্রিত হবে ফেসবুকের ছবি!

প্রতিদিন ফেসবুকে কোটি কোটি ছবি আপলোড করা হচ্ছে। জীবনের যেকোনো মুহূর্তে ঘটে যাওয়া নানান ঘটনা সকলের সাথে ভাগ করে নিতে সামাজিক এই যোগাযোগ মাধ্যমটির জুড়ি নেই। তবে সমস্যাও আছে। সব ছবি যে সকলের সাথে ভাগ করা যাবে এমনটা নয়। যেমন অনেকেই আছেন যারা ব্যক্তিগত জীবনের ছবি তাদের কর্মক্ষেত্রের সঙ্গীদের সাথে শেয়ার করতে চাইবেন না।

তাদের জন্যে সুখবর নিয়ে এলো Secret.li নামের স্মার্টফোন অ্যাপ্লিকেশন। নিজের ব্যাক্তিগত ছবি নির্দিষ্ট মানুষের কাছ থেকে সুরক্ষিত রাখতে সহয়তা করবে এটি।

অ্যাপ্লিকেশনটি ব্যাবহারের মাধ্যমে আপনি ইচ্ছে করলে নির্দিষ্ট কিছু মানুষের সাথে ছবি শেয়ার করতে পারবেন। এতে রয়েছে একটি ফিল্টারিং অপশন যা আপনি আপনার ছবি যেসব বন্ধুর কাছ থেকে আড়াল করে রাখতে চাচ্ছেন তাদেরকে ফিল্টারিংয়ের মাধ্যমে সেই ছবি দেখতে বাঁধা দেবে।
ফিল্টারিংয়ের পর তারা আসলে ঐ ছবির একটি আবছা প্রতিকৃতি দেখতে পাবেন অথবা কিছুই দেখতে পাবেন না।

ছবিটি তাদের কাছে কেমন দেখাবে সেটিও বেছে নেয়ার সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশনটিতে। আর একটি মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এতে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিতে পারেন। ঐ নির্দিষ্ট সময় পর ছবিটি আপনা থেকেই ফেসবুক ডাটাবেজ থেকে মুছে যাবে।
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে ফেসবুকের সাথে এটিতেও ব্যবহারকারীকে লগ ইন অবস্থায় থাকতে হবে। এটি বর্তমানে অ্যাপল অ্যাপ স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

অ্যাপ্লিকেশনটি iPhone 3GS এবং এর পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে।
- See more at: http://onlinebd.org

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.