এ পৃথিবী ক্রমশ তার আকর্ষণ হারিয়ে ফেলছে, ধীরে ধীরে এই ধরিত্রী তার অধিবাসীদের কাছে বসবাসের অনুপযুক্ত হয়ে উঠছে! পৃথিবীর মায়া ছেড়ে মঙ্গলে যেতে লাখো আবেদন কী তারই প্রমাণ? নতুন গ্রহ আবিষ্কারের নেশা আর পৃথিবীর যাবতীয় আকর্ষণের মায়া তুচ্ছ করে মার্স ওয়ানের মঙ্গল যাত্রায় আগ্রহী মানুষের সংখ্যা ১ লাখে উন্নীত হওয়ার বিষয়টা অন্তত তেমন বিভ্রমই জাগায়।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, মঙ্গল থেকে পৃথিবীতে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই জেনেও এক লাখেরও বেশি আবেদন জমা পড়েছে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান মার্স ওয়ান বরাবর। মঙ্গলে বসতি গড়ার অভিযানে যেখানে চলতি বছরের এপ্রিলে ১০ হাজার আবেদন জমা পড়েছিল, মাত্র চার মাসে মার্স ওয়ানের দপ্তরে সে আবেদনের সংখ্যা এক লাখেরও বেশি ছাড়িয়ে গেল।
২০২৩ সাল নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর ও বসতি স্থাপনের পরিকল্পনা করেছে ‘মার্স ওয়ান’। মঙ্গলগ্রহে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল প্রতিষ্ঠানটি। শর্ত ছিল যে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেবল চূড়ান্তভাবে নির্বাচিত চারজন ব্যক্তিকেই শুধু মঙ্গল গ্রহে পৌঁছে দেওয়া হবে আর তাঁদেরকে জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। পরবর্তীতে মঙ্গলগ্রহের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে অভিযাত্রীদের নিজেদেরই চেষ্টা করতে হবে মঙ্গলে বেঁচে থাকার জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।