পঞ্চগড়ের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গারাতি ছিটমহলে ত্রাণ সামগ্রী দিয়েছে রেডক্রিসেন্ট
ডিজিটাল দিনাজপুর॥ পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় গারাতি ছিটমহলে অগ্নিকান্ডে তিগ্রস্থ ১১০টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ত্রান বিতরণ করা হয়েছে। আর্ন্তজাতিক রেডক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেণ্ট সোসাইটির যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি সয়াবিন তেল, ৫ কেজি ডাল, দুটি কম্বল, তাবুসহ রান্না করার সামগ্রী ও টয়লেট্রিজ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের পরিচালক (ত্রাণ) লে. (অবঃ) মতিউর রহমান, আর্ন্তজাতিক রেডক্রস কমিটির মাঠ কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা রেডক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আবু সারোয়ার বকুল, সাধারণ সম্পাদক আননুর রশিদ বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় প্রেসকাবের সভাপতি এ রহমান মুকুল, দিনাজপুর রেডক্রিসেন্টের সহকারী পরিচালক রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, আমিরুল ইসলামসহ রেডক্রিসেণ্ট ও যুব রেডক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।#
সূত্র : দিনাজপুরনিউজ.কম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।