আমাদের কথা খুঁজে নিন

   

পঞ্চগড়ের ৪ উপজেলায় আওয়ামী লীগ ২, বিএনপি ১, জামায়ত ১

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে জেলার পাঁচ উপজেলার মধ্যে প্রথম দফায় চার উপজেলা বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও পঞ্চগড় সদরে গতকাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ২, বিএনপি ১ এবং জমায়াতে ইসলাম ১টি উপজেলায় নির্বাচিত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থীত আনোয়ার সাদাত সম্রাট, মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭ হাজর ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থীত আবু দাউদ প্রধান আনারস প্রতীক নিয়ে ৩৩ হাজর ৬০৭ ভোট পেয়েছেন।

আটোয়ারী উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি সমর্থীত আব্দুর রহমান আবদার ঘোড়া প্রতীক নিয়ে ৩০ হাজর ৮৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থীত তৌহিদুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ২০ হাজর ৮৫১ ভোট পেয়েছেন।

বোদা উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত সফিউল্লাহ সুফি দোয়াত কলম প্রতীক নিয়ে ৫০ হাজার ৮০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থীত ফারুক আলম টবি কাপ-প্রিজ প্রতীক নিয়ে ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়েছেন।

দেবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থীত হাসনাত জামান চৌধুরী জর্জ, আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ৯৩৮ ভোট পেয়ে নির্বাচিত। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিদ্রোহী  প্রার্থী আব্দুল গনি বসুনিয়া ঘোড়া প্রতীক নিয়ে ২৩ হাজার ১৯০ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলায় বিএনপির এবিএম আকতারুজ্জামান শাহজাহান, কামরুন নাহার শাহিন; বোদায় বিএনপির আসাদুল্লাহ আসাদ, লাইলী বেগম; আটোয়ারীতে বিএনপির শাহজাহান, আওয়ামী লীগের মীরা রাণী; দেবীগঞ্জে আওয়ামী লীগের পরিমল দে সরকার ও লাকী আকতার নির্বাচিত হয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.