১৬ জুলাই /২০১৩ । আকাশ বা মিনারের আজকের অভিজ্ঞতা একটু অন্যরকম। রোজার মাস, স্কুল নেই। আলসেমি। রোজা রাখলে বাড়িতে আদর ও উৎসব বেড়ে যায়।
পড়াশোনার চাপ কম। কিন্তু আজকের আনন্দে যোগ দিতে বাবাকে বলতে হয়েছে,মাকে বলতে হয়েছে, স্কুল টিচার কে বলতে হয়েছে। জবানবন্দীর মতো প্রশ্নোত্তর করতে হয়েছে। দরজা পেরুনোর আগেই শুনতে হয়েছে নানা কুরুচিপূর্ণ বাণী। আকাশ কে টেবিলে হাটু গেড়ে শাস্তি পেতে হয়েছে।
নাট্য কর্মশালায় যোগ দিতে এই খন্ড ও মনে রাখার মতো অভিজ্ঞতা গুলো হয়েছে পঞ্চগড়ের শিশুদের । কর্মশালার অভিজ্ঞতার কথা শুনতে গিয়ে এভাবে বলল অংশগ্রহনকারী কয়েকজন শিশু । পিপলস থিয়েটার এসোসিয়েশন বাংলাদেশ এর পরিচালনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে পঞ্চগড় শিল্পকলা একাডেমী মিলনায়তনে চলছে দুদিন ব্যাপী শিশু নাট্য কর্মশালা । ভূমিজ, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার, বিপি স্কুল ও কারিগরের শিশুনাট্যকর্মীরা এই কর্মশালায় অংশগ্রহন করেছে।
পঞ্চগড়ের শিশুরা অনেক স্মার্ট ও ট্যালেন্ট বল্লেন কর্মশালা পরিচালক মাহবুব তনয়।
৪০ জনের কোটা থাকলেও অতিরিক্ত ৯ জন এ কর্মশালায় অংশ গ্রহন করেছে এটি নিশ্চই বাংলাদেশের শিশু নাটক কে সমৃদ্ধ করবে।
বাংলাদেশ পিপলস থিয়েটার এসোসিয়েশন ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে শিশুদের জন্য এধরনের নাট্য কর্মশালা ও জাতীয় শিশুনাট্যৎসব আয়োজন করছে। প্রতিষ্ঠানটির কর্নধার বাংলদেশ শিল্পকলা একাডেমীর বর্তমান মহাপরিচালক লিয়াকত আলী লাকীর তত্বাবধানে সারাদেশের প্রায় ৩০০ শিশুনাট্য সংগঠন বাংলাদেশের পিপলস থিয়েটার এসোসিয়েশনের সাথে যুক্ত হয়ে কাজ করছে । দেশের বিভিন্ন প্রান্তের নাটকের দলগুলো কে নিয়ে ১১ বার জাতীয় নাট্যৎসব আয়োজন করেছে। প্রায় ৭৭টি আন্তর্জাতিক নাট্যৎসবে যোগ দিয়েছে এ প্রতিষ্ঠানের সাথে যুক্ত নাট্যদলগুলো।
আগামী সেপ্টেম্বরে ১২ তম জাতীয় শিশুনাট্যৎসব আয়োজনের পরিকল্পনা গ্রহন করেছে বাংলাদেশ পিপলস থিয়েটার এসোসিয়েশন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।