যা সহজ মনে হয় তা কিন্তু সহজ না-নুরবক্ত/১২ শিক্ষকদের রাজপথে নামার পরিণাম সরকারের জন্য সুফল বয়ে আনবে না : পঞ্চগড়ের সমাবেশে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ========================================= আমার দেশ পত্রিকায় প্রকাশ-১০/০৯/১২ইং বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষকরা বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার হচ্ছেন। ৬ সেপ্টেম্বর শৈলকূপা উপজেলায় শিক্ষক সমাবেশ চলাকালে এক শ্রেণীর সন্ত্রাসী হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করে দেয়। শিক্ষকদের সমাবেশকে বানচাল করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি বলেন, শিক্ষক সমাজ চাকরি জাতীয়করণের সরকারি প্রজ্ঞাপন না নিয়ে ঘরে ফিরে যাবে না। তিনি অবিলম্বে চাকরি জাতীয়করণের ঘোষণা দিয়ে শিক্ষকদের রাজপথ থেকে ফিরিয়ে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শিক্ষকদের রাজপথে নামার পরিণাম সরকারের জন্য সুফল বয়ে আনবে না বলে উল্লেখ করেন। সংগঠনের পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ তোয়াবুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন- প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অজিত কুমার সরকার, মো. জাকির হোসেন, আজিজুল হক রাজা, এস এম হায়াত্, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপাধ্যক্ষ মাওলানা মফিজউদ্দিন, অধ্যাপক নুরুজ্জামান, অধ্যাপক এমদাদুল হক, মো. রফিকুল ইসলাম, মো. বাবুল হক প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।