তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল একজন মানুষ ঘাতকের হাতে মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পর লক্ষ মানুষ তার জানাযায় অংশ নিল। বলা হলো তিনি নাস্তিক তাই তার জানাযায় যারা অংশ নেবে তারাও নাস্তিক। তারপর- তাকে নাস্তিক প্রমাণের জন্য সবাই উঠেপড়ে লাগলো-। অথচ কথা আছে- তুমি যাকে নাস্তিক বলবে সে যদি নাস্তিক হয় তাহলে ঠিক আছে-- আর যদি সে নাস্তিক না হয় তাহলে তোমার কথা তোমার দিকেই ফেরত আসবে। যার বিচারের দায়িত্ব এখন আল্লাহ তায়ালার, তার বিচার করার জন্য মরীয়া হয়ে উঠলো সবাই। কেন? তিনি যদি রাসুল বা আল্লাহ সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করেন তাহলে সেটা তো মৃত্যুর আগেই করেছেন। তখন এ নিয়ে কথা হলো না কেন? দাফনের পর যখন তার আচরণের পর আল্লাহ এর গজব শুরু হওয়ার কথা- তখন মানুষ কেন গজব করবে? এরা কি আশরাফুল মখলুকাত? হে আল্লাহ- এই নির্বোধ মানুষদের তুমি ক্ষমা কর আর এর পেছনে ইন্ধনদাতাদের তুমি হেদায়েত কর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।