চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে ভরাডুবি হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার পার্টি ডেমোক্র্যাটদের। তবে সিনেটে নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। এ পর্যন্ত হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ভোটে রিপাবলিকান পেয়েছে ২৩৪ টি আসন এবং ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ১৮১ টি আসন। আর সিনেটে ডেমোক্র্যাটরা ৫১ টি এবং রিপাবলিকানরা ৪৬ টি আসন পেয়েছে। সকাল ৯টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন সংশ্লিষ্টরা জানায়: অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া এ নির্বাচন নিয়ে মার্কিনিদের আগ্রহও ছিলো প্রচুর। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিয়েছে। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নেভাডা রাজ্যে। সেখানে রিপাবলিকান প্রার্থী অত্যন্ত কাছাকাছি ব্যবধানে হারিয়েছে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারি রেইডকে। নিয়ম অনুযায়ী এখন হাউজে স্পিকারের দায়িত্ব নেবেন একজন রিপাবলিকান প্রতিনিধি।
আর স্পিকার হিসেবে রিপাবলিকানদের পছন্দের মানুষ জন বোয়েনার। ফলাফল ঘোষণার সাথে সাথে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সব বড় শহরে রিপাবলিকান সমর্থকরা উল্লাস শুরু করে। মার্কিন রাজনীতি বিশেষজ্ঞরা আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এ নির্বাচনী ফলাফলকে প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য একটি সতর্ক সংকেত হিসেবেও উল্লেখ করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।