আমাদের কথা খুঁজে নিন

   

হজ্জ ২০১০ প্রতিদিনের বুলেটিন

স্বাগতম

তারিখ: ২রা নভেম্বর ২০১ সরকারী ব্যবস্থাপনায় আগত হজ্জযাত্রীদের প্রতিটি বাড়িতে/হোটেলে নিজেরা রান্না করে খাবার ব্যবস্থা করা হয়েছে এবং নির্ধারিত মূল্যে তিন বেলা খাবার প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। ফলে হজ্জযাত্রীগণ নিজেরাই রান্না করে খেতে পারবেন অথবা নির্ধারিত মূলে তিনবেলা খাবার সংগ্রহ করতে পারবেন। ইতোমধ্যে সরকারী ব্যবস্থাপনায় প্রথম সাতটি ফ্লাইটে আগত হজ্জযাত্রীগণ মদীনায় ৪০ ওয়াক্ত নামাজ এবং রাসুলে পাক (সাঃ) এর কবর জিয়ারত সম্পন্ন করে মক্কায় তাদের নিজ নিজ বাড়িতে/হোটেলে প্রত্যাবর্তণ করেছেন। আজ শেষ বিকালে মক্কা নগরীতে হজ্জযাত্রীদের জন্য আশির্বাদ স্বরুপ একপশলা বৃষ্টি হয়েছে এর ফলে গত কয়েকদিনের গুমট আবহাওযার অবসান হয়েছে। এক নজরে হজ্জ ২০১০ এর কার্যক্রমঃ * মোট হজ্জ যাত্রীর সংখ্যা: ৯৩৮৭০ জন।

* সরকারি ব্যবস্থাপনায়: ৬৭৩৮ জন। ফ্লাইট সংখ্যা: ১৫ টি । গাইড সংখ্যা: ১১১ জন। * বেসরকারি ব্যবস্থাপনায়: ৮৭১৩২ জন। এজেন্সী সংখ্যা: ৩১৩ টি।

সর্বশেষ অবস্থাঃ * এ পর্যন্ত সৌদি আরবে এসে পৌঁছেছেন ৬৯৫৯২ জন হজ্জ যাত্রী। * প্রদত্ত চিকিত্সা সেবা: মক্কায় ১০৫৩৫ জন, মদিনায় ৪১২০ জন, জেদ্দায় ৬১৬ জন, সর্বমোট ১৫২৭১ জন। * মৃত হাজীর সংখ্যা: সর্বমোট ১২ জন। মক্কায় ৯ জন, মদিনায় ৩ জন (৯ জন পুরুষ ও ৩ জন মহিলা)।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।