আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠিতে স্যানিটেশন দিবস পালন



জিওবি ডানিডা হাইসাওয়া প্রকল্প বাস্তবায়নে : প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (প্রউস) ৬ নং বাসন্ডা ইউপি ঝালকাঠি সদর, ঝালকাঠি। ভূমিকা : ২০১৩ সালের মধ্যে সকলের জন্য স্যানিটেশন। জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১০ ইং উদযাপন উপলক্ষ্যে র লী, আলোচনা সভা ও বিশ্ব হাত দোয়া দিবস পালন করা হয়। মাইকিং : স্যানিটেশন মাস অক্টেবর-২০১০ উপলক্ষ্যে বাসন্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ২০১৩ সালের মধ্যে সকলের জন্য স্যানিটেশন, খোলা পায়খানা ব্যবহার করা যাবেনা, ওয়াটার সীল বা সাইফুন যুক্ত পায়খানা ব্যবহার করতে হবে। ওয়াটার সীল ভাংবনা -গু এর গন্ধ নিবনা, খোলা যায়গায় হাগবনা- পরিবেশ দুষিত করবনা, সরকার দিয়েছে ঘোষনা খোলা পায়খানা থাকবেনা, চেয়ারম্যান দিয়েছে ঘোষনা খোলা পায়খানা থাকবেনা।

মৃত্যু জীব-জন্তু মাঠিতে গর্তো করে পূতে রাখতে হবে। এই বিষয়ে সচেতনতার জন্য মাইকিং করা হয়। র লী : ১২/১০/২০১০ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, খন্দকার আনোয়ার হোসেন এর উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ চত্ত্বর হইতে শুরু করে বিভিন্ন গ্রাম্য সড়ক প্রদক্ষিন করেন। চামটা মাদ্রাসা হইতে চামটা গ্রামের বিভিন্ন সড়ক, বেতলোচ রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় হইতে বিভিন্ন সড়ক, টাইগার মাধ্যমিক বিদ্যালয় হইতে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। স্কুলের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ইউপি সদস্য, অভিভাবক সহ স্থানীয় জনগণ এই স্যানিটেশন র লীতে অংশ গ্রহন করেন।

আলোচনা সভা : ১২/১০/২০১০ ইং তারিখ হইতে ২৬/১০/২০১০ ইং তারিখ এর মধ্যে ইউপি সভা কক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, ইউনুস আলী খান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, খন্দোকার আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জনাব, মোবারক হোসেন মল্লিক, আবু নঈম ও মহিবুল হাসান (এসও অফিস ঝালকাঠি)। এ সময় আরো উপস্থিত ছিলেন ৬ নং বাসন্ডা ইউপির সচিব, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয় জনগণ। সভায় আবু নঈম স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন ২০১৩ সালের মধ্যে সকলের জন্য স্যানিটেশন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গিকারবদ্ধ।

সরকারের এই অঙ্গিকার রক্ষায় হাইসাওয়া প্রকল্প বাংলাদেশের বিভিন্ন জেলায় স্যানিটেশন কর্মসূচী বাস্তবায়ন করছে। স্থানীয় জনগণের সার্বিক সহযোগীতায় ১০০% স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব। ২০০৯ সালে ঝালকাঠিতে হাইসাওয়া প্রকল্প কাজ শুরু করে। এ কার্যক্রমে খোলা পায়খানা ব্যবহার অনেকাংশে হ্রাস পেয়েছে। স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

বাসন্ডা ইউনিয়নে হাইসাওয়া প্রকল্পর মাধ্যমে গত বছর ৫১ টি গভির নলকূপ অনুমোদন ও স্থাপন করা হয়েছে। ডেনমার্ক সরকারের সহযোগীতায় হাইসাওয়া প্রকল্প ও পিএনজিও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা মঙ্গর কামনা করে তার বক্তব্য শেষ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, আনোয়ার হোসেন তার বক্তব্যে তিনি সর্ব প্রথমে ডেনমার্ক সরকারের সহযোগীতায় হাইসাওয়া প্রকল্প ও তার পার্টনার এনজিও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি বলেন বাংলাদেশ সরকারের ঘোষনা অনুযায়ী স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষ্যে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বাসন্ডা ইউপিতে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। ইতি মধ্যে তারা স্যানিটেশনের কাজে অনেক উন্নয়ন গটিয়েছে যা ঝালকাঠি বাসীর জন্য একটি আনন্দের খবর।

কেননা তারা অনেক উন্নয়ন মূলক কাজ করছে যা এখান থেকেই বুঝা যায়। তিনি সকলকে স্যানিটেশন সম্পর্কে সচেতন হতে বলেন কারন অ-স্বাস্থ্যকর পায়খানা থেকে আমাদের নানা রোগ ছরায় যা আমরা উপলদ্ধি করতে পারছি। আলোচনা অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন ইউনিয়নের সার্বিক স্যানিটেশনে তিনি সহায়তা করে আসছেন এবং ভর্বিষ্যতেও সরকারের এ অঙ্গিকারের সাথে একতাবদ্ধ হয়ে কাজ করবেন। হাইসাওয়া প্রকল্প ও পার্টনার এনজিওকে তিনি ধন্যবাদ গ্যাপন করে বলেন ইউনিয়নের বেশির ভাগ মানুষ এখন স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও নিরাপদ পানির সঠিক ব্যবহার করতে শিখেছে। অতপর সদয় সম্মিতি গ্যাপন করে আলোচনা সভার সমাপ্তি ঘোসনা করেন।

বিশ্ব হাত ধোয়া দিবস : ১৮/১০/২০১০ ইং তারিখ হইতে ২৬/১০/২০১০ ইং তারিখ এর মধ্যে চামটা বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, সুজিৎ কান্তি বসুর সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহিবুল হাসান, জয়দেব চক্রবর্তী। বেতলোচ রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা, কারুন্নাহার এর সভাপতিত্বে হাত ধোয়া দিবস পালন করা হয়, বেতলোচ আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব, মো: অলিউর রহমান এর সভাপতিত্বে হাত ধোয়া দিবস পালন করা হয়, টাইগার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, সামসুদ্দোহা এর সভাপতিত্বে হাত ধোয় দিবস পালন করা হয়। স্যানিটেশন বিষয়ক ভিডিও প্রর্দশনি : গত ১৩/১০/২০১০ ইং তারিখ হইতে ২৬/১০/২০১০ ইং তারিখ পর্যন্ত কৃষ্ণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণকাঠি বাজার প্রাঙ্গনে সন্ধ্যা ৭ ঘটিকায় বাসন্ডা ইউপি চেয়ারম্যান জনাব, ইউনুস আলী খান এর সভাপতিত্বে স্যানিটেশন বিষয়ক ভিডিও প্রর্দশনি দেখানো হয়। চামটা বাজার প্রাঙ্গন, চে পালা বাজার প্রাঙ্গন ও আরো বিভিন্ন স্থানে এই ভিডিও প্রদশনী প্রচার করা হয়।

স্যানিটেশন মাস অক্টোবর-২০১০ ইং উদযাপন করতে ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্যবৃন্দ, উপজেলা হাইসাওয়া অফিস ঝালকাঠি, পিএনজিও, সি এফ, সিডিএফ কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন ওয়ার্ড সান কমিটি সহ স্থানীয় জনগণ সার্বিক সহযোগীতা প্রধান করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালিত হাইসাওয়া প্রকল্পের ইউসি জনাব, মো: উজ্জল ও সিও বৃন্দ। ভিডিও প্রদশনি ও আলোকচিত্র পরিচালনা করেন ৬ নং বাসন্ডা ইউপির ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টারের (ইউআইএসসি) সেন্টার পরিচালক মো: সাখাওয়াত হোসেন শাওন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.