আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠিতে স্ত্রীর পরকীয়ায় স্বামী খুন

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর পরকীয়ায় খুন হয়েছেন স্বামী। চট্টগ্রামে অজ্ঞাত যুবক, উজিরপুরে নিখোঁজের পাঁচ দিন পর ব্যবসায়ী, মাদারীপুরের শিবচরে কিশোরী, লক্ষ্মীপুরের কমলনগরে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠি : কাঁঠালিয়ায় স্ত্রীর পরকীয়ার জেরে খুন হন স্বামী নাসির হাওলাদার ওরফে নশা (৩৫)। তিনি উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামের মৃত. আমজাদ হাওলাদারের ছেলে। এ ঘটনায় স্ত্রী হোসনে আরা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে শুক্রবার দুপুর ১টার দিকে রিকশাচালক মো. আবদুর রহিম (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহিম চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের রমজান আলীর ছেলে বলে জানা যায়। চট্টগ্রাম : মহানগরীর বন্দর থানাধীন নিমতলা খালপাড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল দশটায় পুলিশ এ লাশ উদ্ধার করে। তার পরনে অটোরিকশা চালকের পোশাক ছিল।

বরিশাল : উজিরপুরে নিখোঁজের পাঁচ দিন পর কালীরবাজার সংলগ্ন সন্ধ্যা নদী থেকে এক ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর উদ্ধারকৃত লাশটি নিখোঁজ ব্যবসায়ী দীলিপ নন্দীর (৫০) বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মাদারীপুর : শিবচরে এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ধর্ষণ শেষে তাকে হত্যা করে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.