ঝালকাঠি সদর উপজেলায় ১ হাজার ৩ পিস ইয়াবা, ৩৮ গ্রাম হেরোইন ও মাদক বিক্রিত ৩ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- বরিশাল কোতয়ালীর শহীদ জিয়া সড়ক এলাকার মৃত সৈয়দ হালিম মিয়ার ছেলে সৈয়দ হুমায়ুন কবির (৫৭), চুয়াডাঙ্গার বোয়ালিয়া উপজেলার আনছার আলী মন্ডলের ছেলে মোঃ আলমগীর হোসেন(৩০) ও ভোলার ওষ্টেনপাড়া এলাকার মোঃ নূরুল ইসলাম শিকদারের ছেলে মোঃ মাহাবুব আলম(২৬)।
র্যাব সূত্র জানান, জেলার সদর থানাধীন সদর পৌর সভার পূর্ব চাঁদকাঠি এলাকায় মাদক বিকিকিনি হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ৭টার দিকে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে দেহ তল্লাশী করা হলে তাদের পরিহিত পোশাকের বিভিন্ন স্থান থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১ হাজার ৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ গ্রাম হেরোইন ও নগদ ৩,০০০/- টাকা উদ্ধার করে তাদের আটক করা হয়।
এরা জেলার বিভিন্ন থানাসহ অন্যান্য থানা এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে এসব মাদক দ্রব্য বিক্রয় করে আসছে। আটকৃত সৈয়দ হুমায়ুন কবির বরিশাল কোতয়ালী থানার মাদক মামলার পলাতক আসামী।
ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জাকির হোসেন জানান, রাত ৮টার দিকে তাদের থানায় সোর্পদ করে র্যাব বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।