প্রিয় ব্লগারগন,
আস্সালামু আলাইকুম
আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের একমাত্র পুত্র সন্তান। বাবা-মা দুইজনই অসুস্থ হইয়া পড়িয়াছেন। বিশেষ চিন্তার মধ্যে আছি। অন্যদিকে বিয়ের বয়স অতিক্রম করিতেছি। মা-বাবার পক্ষে উদ্যোগী হইয়া আমার বিয়ের আয়োজনে নেমে পড়া সম্ভবপর নহে।
সংসারে একজন মানুষের অভাব লক্ষ্য করা যাইতেছে। অতঃপর লাজ-লজ্জার মাথা ভক্ষণ করিয়া নিজের ঢাক বাজাতেই ব্লগ জগতের শরণাপন্ন হইলাম। ফি মাসে যাহা আয় হয় তাহাতে আরও মানুষ বাড়িলেও দিনকাল চলিয়া যাইবে মাশাআল্লাহ। কন্যার পিতা-মাতা নিশ্চিন্তে থাকিতে পারিবেন - ইহাকে গ্যারান্টি ভাবিলে ভুল ভাবা হইবে। সবই উপরওয়ালার হাতে।
ভাগ্যাকাশে কোন কালো মেঘ বেশীদিন স্থায়ী না হহইলে পাত্রী সুখেই থাকিবে ইনশাল্লাহ।
পড়ালেখা বেশিদূর করা সম্ভব হয় নাই। তবে নিজেকে স্বশিক্ষিত ভাবিতে কুন্ঠাবোধ হয় না। পাত্রী বিজ্ঞানী না হইলেও জ্ঞানী হইতে হইবে। আহামরি রূপের অধিকারী না হইলেও সমস্যা নাই, গুণের বিচারে গুণবতী পাত্রী বিশেষ অগ্রাধিকার পাইবে।
মানুষ হিসেবে ভালো হইলেই চলিবে। ভালো রান্না জানা পাত্রীর বিষয়ে বিশেষ বিবেচনা করা হইবে। বলা বাহুল্য ভোজনের প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। তবে স্বাস্থ্য দেখিয়া কাহারো এইরূপ মনে না নাও হইতে পারে।
আগ্রহী পাত্রীর অভিভাবক অথবা উন্নত মস্তিষ্কের পাত্রীগণ স্বয়ং যোগাযোগ করিতে পারেন এই ঠিকানায়
অথবা-০১৮১৭২০৭৮৩৭ এই নম্বরে।
কেহ আরও অধিক জানিবার আগ্রহে উপরোক্ত আকাশের ঠিকানায় যোগাযোগ করিলে বিশদ তথ্যের দ্বার প্রসারিত করা হইবে।
এই পোস্টখানি ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে সংখ্যাহীন ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।