আমাদের কথা খুঁজে নিন

   

মাঝে মাজে মেজাজ কেন যে বিগড়ে যায়?



খেলা দেখছি ইটালিয়ান লীগ রোমা বনাম লীডস দুই দলের দুইজন মারামারির জন্য লাল কার্ড খেল। কিন্তু বাকী দশ জনের কি দোষ ?তাদের কেন বাকী টাইম টা বেশী কষ্ট করে খেলতে হবে। দুই দল থেকে অন্য দুই জন নামলে সমস্যা কি? গতকাল পাকিস্থান বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচে শোয়েব আখতারের ব্যাটিং দেখতে দেখতে বিরক্ত লাগছিল। যে ব্যাটিং এর ব ও জানেনা তার কেন ব্যাটিং করা লাগবে। এ যেমন মেসির গোল কিপিং এ করার মত।

আমরা কেউই চাইনা রাহুল দ্রাবিড় আর রিকি পন্টিং এর বোলিং দেখতে। একটা ক্রিকেট দলে যদি ১০ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান আর ১০ জন বিশেষজ্ঞ বোলার দিয়ে খেলানো যায় তবে সমস্যা কোথায়। ১১ নম্বারটি অলরাউন্ডারের স্থান হতে পারে। মাঝে মাঝে ক্রিকেটে দেখা যায় একজন খেলোয়ার আহত হলে তার বিকল্প নামানো যায়না। অদ্ভূত অদ্ভুত--- জ্ঞানী লোকগুলি কেন যে আজাইরা নিয়ম বানায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.