আমাদের কথা খুঁজে নিন

   

মাঝে মাঝে হাসিনা-খালেদা মেমরা আমাদের খুব বিনুদুন দেন তা দেখে আমি আবেগে আপ্লুত

আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত যদিও বলা যায় বাংলাদেশে কোন ক্ষেত্রেই বিনুদুনের অভাব নেই। বাংলা চলচিত্রের উজ্জ্বল নক্ষত্র নায়ক সাকিব খান (আসলে নায়ক না নায়িকা এ নিয়ে এখনও অনেকের সন্দেহ আছে) যেমন আমাদের বিনুদুন দিয়ে যাচ্ছেন তেমনই গান গেয়ে ইভা আপুর পাশাপাশি মাহফুজ ভাইয়া ও আমাদের সমান তালে বিনুদুন দিয়ে যাচ্ছেন। কেউ আমাদের বঞ্ছিত করছেন না বিনুদুন থেকে। এই বিনুদুনের ময়দানে আমাদের দেশের প্রধান ২ রাজনৈতিক দল কেনই বা পিছিয়ে থাকবে।

এতদিন এই বিনুদুন কাঁদা ছোড়াছুড়ির মধ্যে সীমাবদ্ধ থাকলেও শোনা যাচ্ছে কাল থেকে নাকি নতুন এক ধরনের বিনুদুন আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের মহান নেত্রী খালেদা জিয়া নাকি অনশনে যাচ্ছেন। আমি যেহেতু নাদান বাচ্চা আমার পক্ষে এই বিষয় বোঝা সম্ভব না শুধু আপনাদের কাছে আবেদন আমাকে কি একটু জানাবেন অনশনে কি উনি সত্যি খাবেন না। আপনাদের জবাবের অপেক্ষায় থাকলাম। এই লেখাটাকে বিনুদুন হিসাবেই ভাবুন রাজনৈতিক ইস্যু বানিয়ে আমারে গুম করার পথ দেখিয়ে দেবেন না।

পরিশেষে বাবর স্যারের সাথে তাল মিলিয়ে বলি “উই আর লুকিং ফর শত্রুজ”। যদিও এখানে আমি সাহারা মেম এর তালে তাল মিলিয়ে বলব না “আমি সফল ব্লগার”। কিন্তু বিনুদুনের এই মাঠে আপনাদের একটু বিনুদুন দিতে পারলে নিজেকে সফল মনে করব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.