'উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না’, এবং ‘বহুজাতিক কোম্পানি বা দেশি লুটেরা গোষ্ঠী নয়, গ্যাস-কয়লা-তেল-সমুদ্রসহ সকল সম্পদের মালিক দেশের জনগণ’
দিনাজপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্বালানি নিরাপত্তা নিশ্চিতসহ সাত দফা দাবিতে ফুলবাড়ী অভিমুখী লংমার্চ শুক্রবার দিনাজপুরে পৌঁছেছে।
তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির এই লংমার্চ রোববার শুরু হয় রাজধানীর মুক্তাঙ্গন থেকে।
গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর ও সৈয়দপুর হয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় লংমার্চ দিনাজপুর পৌঁছায়।
আগামীকাল শনিবার জেলার ফুলবাড়ীতে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই লংমার্চ। দুুপুর ২টায় উপজেলা সদরের উর্বশী সিনেমা হলের সামনে সমাবেশ হবে।
ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার নেতারা।
ফুলবাড়ী খনি থেকে কয়লা উত্তোলন পদ্ধতি নিয়ে ২০০৬ সালের ২৬ অগাস্ট এশিয়া এনার্জির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভে পুলিশ-বিডিআর গুলি চালালে তিনজন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনাজপুর প্রতিনিধি জানান, প্রায় ৫ হাজার লোকের লং মার্চটি দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে সমাবেশ করে।
লংমার্চকারীরা বিভিন্ন স্লোগান ও দাবি লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করছিলো।
সমাবেশে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, দুর্নীতিবাজ ও বিদেশি কোম্পানির হাত থেকে তেল-গ্যাস-কয়লা সম্পদ ও বিদ্যুৎ খাত রক্ষা করতে হবে।
লংমার্চের সমাপনী সমাবেশ সফল করতে কমিটির স্থানীয় নেতা-কর্মীরা খনি এলাকার (ফুলবাড়ী, বিরামপুর, পার্বতীপুর ও নবাবগঞ্জ) চারটি উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সভা-সমাবেশ, প্রচারপত্র বিলি করেছেন।
পাশাপাশি চলে পোস্টার লাগানো ও দেওয়াল লিখন।
পুলিশের গুলিতে নিহত আমিন, সালেকিন ও তরিকুলের স্মরণে খনি অঞ্চলের বিভিন্ন পয়েন্টে নির্মাণ করা হয়েছে তোরণ। পথে পথে টানানো হয়েছে বিভিন্ন স্লোগান লেখা বিশাল ব্যানার।
তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির সমাবেশ ঘিরে ফুলবাড়ীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ফুলবাড়ী থানার ওসি শওকত আলী বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মোস্তাফিজুর রহমান এবং তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু ও কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল সাংবাদিকদের জানান, লংমার্চ শনিবার সকালে দুই ভাগে বিভক্ত হয়ে ফুলবাড়ী আসবে।
একটি গ্র"প দিনাজপুর-ফুলবাড়ী সড়ক দিয়ে এবং অপর গ্র"পটি দিনাজপুর-চিরিরবন্দর-পার্বতীপুরের বড়পুকুরিয়া হয়ে ফুলবাড়ী আসবে।
প্রথম গ্র"পটিকে অর্ভ্যথনা জানানো হবে মণিমালা সিনেমা হলের সামনে এবং দ্বিতীয় গ্র"পটিকে অর্ভ্যথনা জানানো হবে ফুলবাড়ী-রংপুর সড়কের তেঁতুলিয়া (জিয়ার মোড়) এলাকায়।
কমিটির সাত দফা দাবির মধ্যে রয়েছে- জাতীয় সম্পদের ওপর শতভাগ জাতীয় মালিকানা ও এর সঙ্গে সাংঘর্ষিক নীতি ও চুক্তি বাতিল, আইন করে খনিজ সম্পদ রপ্তানি ও উম্মুক্ত খনি নিষিদ্ধ করা, বিদ্যুত উৎপাদন ও বিতরণ সংস্থার কার্যক্রম গতিশীল করা ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।