টাপুর টুপুর বৃষ্টি পড়ে,তোমার কথা মনে পড়ে
অবশেষে আমাকে সেফ করলা ! তোমাকে ধন্যবাদ সামু।
তোমাকে উত্সর্গ করে .........
সামু....
আসলে তুমি মহান!
তোমার অসীম দয়া, তুমি দয়াবান!
তুমি করুনাময়! তোমার করুনা রসে আমি সিক্ত।
অপরিসীম তোমার মহত্ব!
মানবতার মুকুট তোমার মাথায়
অবিচলিত তোমার প্রেম! তুমি প্রেমময়!
যে প্রেম তুমি আমার প্রতি দেখিয়েছ তা অমর !
নশ্বর এই পৃথিবীতে তুমি অবিনশ্বর!
সাগরের গভীরতা, আকাশের বিশালতা,
তোমার উদারতার কাছে বিন্দু সদৃশ!
তুমি বহমান নদীর মত বয়ে চল অবিরত
তোমার স্নিগ্ধ পরশে শিহরিত হোক সবকিছু.....
(....কেমন চাপা মারলাম বলোতো....?)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।