আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনে হরিণের মাংস ও অস্ত্রসহ ৭ শিকারি &#

সুন্দবনের খুলনা রেঞ্জের কালাবগি এলাকা থেকে হরিণের মাংস, তিনটি বিদেশি বন্দুক ও ৫৩ রাউন্ড গুলিসহ সাত শিকারিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে খুলনা জেলা পুলিশের একজন এএসআই আটক হলেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযানে কোনো পুলিশ কর্মকর্তা আটক হয়নি বলে দাবি করেছে বন বিভাগ। জানা যায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সুন্দরবনের কালাবগি স্টেশন কর্মকর্তা হালিম হাওলাদার ও নলিয়ান স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে বনরক্ষীরা শিপসা নদীর মোহনায় অভিযান চালায়। এ সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণের ৮টি পা, ৩টি বিদেশি বন্দুক, ৫৩ রাউন্ড গুলি, একটি রিভলবারসহ ৮ শিকারিকে আটক করেন। তারা হচ্ছেন_ দাকোপ উপজেলার নলিয়ান নৌ-ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজান, শাহাবুদ্দিন মোল্লা, মামুনুর রশিদ, কোরবান গাজী, নূর ইসলাম শেখ, খোকন ফারুক গাজী, দলিল উদ্দিন, জিয়াউল ইসলাম। তবে রাতেই এএসআই মিজানকে তার সরকারি রিভলবারসহ ছেড়ে দেওয়া হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.