হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সেই সঙ্গে আগামী ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় নির্ধারণ করেছেন আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান এ সময়সীমা নির্ধারণ করেছেন। গতকাল এই মামলার নয় আসামির মধ্যে সাত আসামিকে আদালতে হাজির করে পুলিশ। গত বছরের ৭ অক্টোবর সকাল ১১টার দিকে নগরীর লালখান বাজারে মুফতি ইজহারুল পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।