পৃথিবী থেকে প্রতি বছর দেড় হাজার মানুষ অপহরণ করে নিয়ে যায় এলিয়েনরা! এমন তথ্য জানিয়েছে ব্রিটেনের সবচেয়ে আজব সংগঠন অ্যানোম্যালাস মাইন্ড ম্যানেজমেন্ট অ্যাবডাক্টি কনট্যাক্টি হেল্পলাইন (অ্যামাচ)। ২০১১ সালে এ সংগঠনটি গড়ে ওঠে। অ্যামাচের দাবি, পৃথিবী থেকে প্রতি বছর দেড় হাজার মানুষ অপহরণ করে ভিনগ্রহী এলিয়েনরা।
পৃথিবী-বহির্ভূত অর্থাৎ মহাকাশের সঙ্গে কোনো ব্যক্তির যোগাযোগ হলে তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করাই অ্যামাচের কাজ। আরও মজার ব্যাপার হলো, অ্যামাচের কাছে সপ্তাহে গড়ে পাঁচটি ফোন-কল ও ২৫টি ইমেইল আসে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। তার ধারণা, এলিয়েনরা তার ওপর গোপন নজরদারি করছে। একজন পুরুষ যিনি বছরে বেশ কয়েকবার তার এলিয়েন স্ত্রী ও সন্তানের কাছে যান। আরেক নারীর দাবি, এলিয়েনরা তাকে এক হাজার বারেরও বেশি অপহরণ করেছে। তাদের দাবি, এভাবে বছরে দেড় হাজার মানুষকে অপহরণ করা হয়। মজার এ খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএনআই। এএনআই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।