আমাদের কথা খুঁজে নিন

   

টিভি হাইলাইটস

দেশটিভির কল-এর গান অনুষ্ঠানে আজ সরাসরি গান শোনাবেন ভারতীয় শিল্পী শ্রীকান্ত আচার্য্য। রাত ৯টা ৪৫ মিনিটে তিনি নিজের পছন্দের গানের পাশাপাশি ভক্তদের পছন্দের গানও গাইবেন।

 

চ্যানেল নাইনে দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম 'একটি রাত অতঃপর নিঃশূন্যতা'। রচনা ও পরিচালনায় নাজনীন হাসান চুমকি। অভিনয়ে ভাবনা, মীর সাবি্বর, জলি, কে এস ফিরোজ প্রমুখ।

 

মাছরাঙা টিভিতে রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক 'আনন্দযাত্রা'। আশরাফুল চন্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সজীব। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আবুল হায়াত প্রমুখ।

 

এনটিভিতে বেলা ২টা ৩৫ মিনিটে টেলিফিল্ম 'অাঁধারের অবসান'। মারুফ রেহমানের রচনায় এটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ।

অভিনয়ে মাহফুজ আহমেদ, নিপুণ, অর্ষা, রাখি প্রমুখ।

 

এনটিভিতে রাত ৮টা ১০ মিনিটে নাটক 'মনের মত মন'। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, তিশা, মেহেজাবীন, সাবেরী আলম প্রমুখ।

 

বাংলাভিশনে বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম 'ডাকাতিয়া বাঁশি'। আশফাক নিপুনের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, তিশা, তৌকির আহমেদ প্রমুখ।

 

বাংলাভিশনে রাত ৮টা ১০ মিনিটে নাটক 'ছাপ'। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ফারাহ রুমা, প্রীতম চৌধুরী প্রমুখ।

 

চ্যানেল আইতে বেলা ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'দ্যা লাস্ট ঠাকুর'। সাদিক আহমেদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারেক আনাম, আহমেদ রুবেল, মিলন প্রমুখ।

 

বাংলাভিশনে রাত ১১টা ৫৫ মিনিটে নাটক 'অপেক্ষা'।

আশরাফুল চন্চলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ঈশিতা, মানস বন্দ্যোপাধ্যায়, মোমেনা চৌধুরী প্রমুখ।

 

চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক 'যেন না ফুরায়'। রচনা ও পরিচালনা নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে রোমানা রশিদ ঈশিতা, ইমন, মাজনুন মিজান প্রমুখ।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.