জুলাই মাসের শুরুর দিকে ‘ফাঁদ’ ছবির শুটিংয়ের জন্য মালয়েশিয়া গিয়েছিলেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। টানা এক মাস শুটিংয়ের কারণে ঈদের দিনও এ ফাঁদ থেকে বের হতে পারেননি শাকিব। ঈদের দিন যেখানে সবাই নিজেদের উত্সব যাপনে ব্যস্ত, সেদিনও শাকিবকে ব্যস্ত থাকতে হয়েছে শুটিংয়ে।
প্রথম আলো ডটকমকে শাকিব খান বলেন, ‘মালয়েশিয়ায় অনেক মুসলমান ও বাঙালি রয়েছে। মানচিত্রে আলাদা হলেও মনে হয়নি দেশের বাইরে কোথাও আছি।
অন্য সবার মতোই ঈদের দিন সকালে সবার সঙ্গে নামাজ পড়েছি। তবে নামাজের পর দেশে থাকলে যে ধরনের আনুষ্ঠানিকতায় নিজেকে ব্যস্ত রাখতাম, তা আর হয়নি। তার পরও মালয়েশিয়ায় যতটা সম্ভব প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে দুপুরের আগে থেকে শুটিং করতে হয়েছে। কারণ, আমরা যে সময়টা নিয়ে গেছি, তার মধ্যেই কাজটা শেষ করতে হবে। তবে শুটিং ইউনিটে আমরা সবাই অনেক মজা করেছি।
’
শাকিব বলেন, ‘আমি বরাবরই কাজের ব্যাপারে খুব সিরিয়াস। আর তাই যেকোনো পরিস্থিতিতে কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি। তবে মা-বাবা, পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে খুব মিস করেছি। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।