আমাদের কথা খুঁজে নিন

   

গুরু জন কহে , ইহা ভালবসা নহে (সম্পুর্ণ গল্প)

নিজের সম্পর্কে এখনো অনুসন্ধান চলছে ...তাই এখনি কিছু বলতে পারছিনা... aftabarif লিখে আমকে প্রায় সবখানেই খুঁজে পাবেন যেমন ফেসবুক টুইটার ইত্যাদি সামুতে নতুন তাই বেশি আসা হয়না ।

# বয়সের হিসেব কষে, জীবনের হিসেব কষে যারা ভালবাসা বাসি তে যোগ দেয়। তারা আসলে ভালো থাকার জন্য কোন এক প্রহসন এ যোগ দেয়। সেটা ভালবাসা না। ভালবাসা অনেক আনপ্রেডিক্ট্যাবল বিষয় একটা যা ইদানীং প্রেডিক্ট্যবল করে ফেলছে এই সব প্রহসন কারীরা।

তাই true love এখন বিলুপ্তপ্রায়। প্রহসন এর মত যা চলছে তা আসলে সুখের খোঁজে অন্ধ কিছু মানুষের মিথ্যা প্রয়াস । কারণ প্রকৃত সুখ তারা কখনোই খুঁজে পাবে না । সুখ ও তাদের সাথে করবে অভিনয় । যেমন অভিনয় তারা করছে ভালবাসার সাথে ।

# আর সেইম এইজ সমস্যা সমাধানের জন্য আমার মনে হয় এই দেশে বালক শিশু দের আট বছর বয়সে এবং বালিকাদের চার বছরে স্কুলে দেওয়া উচিত। তাহলে বয়সের ব্যবধান থাকলো কিছু । কারণ একই শ্রেনীতে এক সাথে এতোদিন থাকলে ভালোবাসা ভাল লাগা এসবের উদয় তো হবেই । এটাই স্বাভাবিক । যাদের কাছে এটা স্বাভাবিক মনে হবেনা তাদের বলছি "ভাই মুড়ির কেজি চল্লিশ টাকা মনে হয় মুড়ি খান ।

"যাই হোক যা বলছিলাম ভালোবাসা একই বয়সের কারো সাথে আর কয়েক বছর পর ইস্টাব্লিশড বূড়া কারো সথে বিয়ে । এসব আসলেই পীড়াদায়ক । যা রীতিমত নিয়মে পরিনত হয়েছে । আমি নিজে ভালবাসির সাথে কখনই সম্পৃক্ত হতে না পারলেও । বন্ধু বান্ধব পরিচিতদের দুর্দশা , বেদনা দেখতে ভালো লাগে না ।

যাই হোক এবার মূল গল্পে আসা যাক...... মেঘলা আকাশের নিচে রিকশা চড়ে কল্পনায় বিভর হয়ে আছে নিয়ন । তার সামনে এখন অনেক গুলো রাস্তা কিন্তু সে জায়গা টা ঠিক ভাবে চিনে না তাই রিকশা ওয়ালা কে রিকশা পিছন দিকে ঘোড়াতে বললো । নিয়নের মনে চলমান কথা : যে দিক দিয়ে এসেছি সেদিক দিয়েই যাওয়া যাক । আজকে সারাদিনের জন্য যে রিকশা টা ঠিক করলাম এটা কি উচিত হলো ? না ঠিক ই করসি । রিকশায় বসে চিন্তা করতে ভালোই লাগে ।

আমকে চিন্তা করতে হবে । আমি কি চাই । আমার কি করা উচিত সব স্বিদ্ধান্ত আজকে নিবোই নিব । আর দ্বিধা না । আমি আজ প্রিয়তী কে জানাবোই আমার মনের কথা ।

জানাবোই । হুম এতে অবশ্য তার ভাব বেড়েই যাবে । মেয়েদ্র এই অহংকার টা আমার একদম ভালো লাগে না। কিন্তু কি করবো ? কিভাবে জানাবো ? আমার প্রতিটা নির্ঘুম রাতের কারণ যে সে তাকে তা কিভাবে বলি ? সে যদি রেগে যায় ? মেয়েটা এতো সুন্দর কেনব ? এতো মায়া কোথায় পেল । কি ইনোসেন্ট দেখতে... ইচ্ছা করে পৃথিবীর সব সুখ তাকে দেই ।

আমার কি চুপ চাপ বসে থাকা উচিত ?? রিকশা চলছে এ গলি থেকে ও গলিতে ... রিকশা চলছেই ... আজ সারাদিন চলবে... একই মেঘলা আকাশের নিচে প্রিয়তী তার রূমে জানালার পাশে বিসে আছে ... অর্ণবের সে যে বসে আছে গান টা শুণতে শুনতে আকাশ দেখছে ... গান টা তার খুব একটা ভালোও লাগে না আবার খারাপ ও লাগে না । কিন্তু নিয়নের প্রিয় গান এটা । তাই সে শুনছে এই গানটা । নিয়ন কে তার অনেক ভালো লাগে । কিন্তু সব সময় সে নিয়ন কে অপমান করে ।

তার নিজেরো ভালো লাগে না । কিন্তু কেন করে তাও বুঝে না । সে প্রথম দেখা থেকেই সে নিয়নকে সে পছন্দ করে কিন্তু কখোনই কিছু বলেনি । প্রিয়তীর মনের কথা বার্তা : কত ছেলে আমার জন্য পাগল! আমি কেন নিয়ন কে বলবো আমার মনের কথা ?? আর ছেলেটার যে ভাব! কিছু বললেই পার্ট এ উঠে যাবে !! আর নামানো যাবে না । আজকে নীল শারি টা পড়বো ।

না থাক ঐ টার সাথে ম্যাচিং করা জুতাটা ছিড়ে গেসে ... উম হলুদ টা পড়লে কেমন হয়!!না না অরকম একই শারি রিনা ঢংগী টার কাছেও আছে ... মেয়ে টা কে দেখলেই থাপ্পর দিতে ইচ্ছা করে ...হাহ ... বক বক বক ব্ক... পরবর্তী ঘটনা : নিয়নের রিকশা টা ট্রাকের নিচে পড়েছে । সে মনে হয় আর বাঁচবেনা প্রিয়তী অনেক কান্না করেছে তার চোখের কাজল মুখে এসে মুখ কালো হয়ে গেছে । তবে এই কাজল ভরা চোখ রিনির বয়ফফ্রন্ডের খুব ভালো লাগসিল ... কয়েকবার প্রোপোজ করার পর প্রি্যতী তাকে এক্সেপ্ট করে ফেলছে । এখন রিনি একা কিন্তু তার বয়ফ্রেন্ড তার বান্ধবী প্রিয়তীর সাথে রিলেশন শিপে । রিনির দিন কাটে এখন প্রিয়তীকে অভিশাপ দিয়ে আর আধুনিকতাকেঊ অভিশাপ দিতে ভুলে না সে ... প্রিয়তীও খুব একটা খুশী যে তা না ।

তবে রিনিকে ছেকা খেতে দেখে তার ভালোই লাগে । ... এর পরের ঘটনা গুলো পরে বলবো ... না বললেও চলে কারণ এসব ঘটনা অহরহ আপনাদের সামনে ঘটছে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।