মেলায় আসার পর বইয়ের খোঁজ এবার একবারও জানানো হয়নি ফেসবুক বা ব্লগে।
সমস্যা নাই। যাদের খোঁজ দরকার ছিল তারা নিজেরাই বইয়ের কাছে গেছে। যাচ্ছে।
বই এসেছে আজ দশ দিন।
আবাসস্থল ভাষাচিত্র, স্টল ৪২-৪৩।
ব্লগে আসিনি। ফেসবুকেই শাহবাগ নিয়ে টাইমলাইন ভরে ফেলছি।
ইদানিং যা-ই লিখি শাহবাগ চলে যায়। অথচ দুয়েকটি আরেকটু সামনে গিয়ে বাংলা একাডেমির দিকে যাওয়ার কথা।
... আর ৬দিন আছে এখনো আনুষ্ঠানিকভাবে না জানালে বইয়ের প্রতি অসন্মাণ করা হবে।
বই নাকি সন্তানের মতো! সন্তানের প্রতি তাই একটু কেয়ার করলাম।
বাবা আপেলশাস্ত্র, দেখো তোমার কথা লিখিত জানালাম।
থ্যাংকু বলো বাপ। থ্যাংকু বলো।
বলেছে বোধ হয়। বাতাস এসে এমন পাতাটি উল্টে দিল, তাকিয়ে দেখলাম সেখানে ধন্যবাদ লেখা আছে।
গুড । ইউ ওয়েলকাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।