আমাদের কথা খুঁজে নিন

   

স্বদেশের এই বইটা আসবে না মেলায় কোন দিন

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

শোকার্ত ভাষাকে বলি ভিতরে এসে তারুন্যের কবিতায়
স্নান করে কষ্ট ভুলে যাবেন। ভিতরে বসুন, ভিতরে রক্তগরম,
ভুট্টার গরম চরকিতে জমানো প্রবল, শোক ভুলে নগরীতে পথনাটক হবে
ইটে বসে পথচারী বিশ্ব ভেজে নেয় তাই, কিন্তু
নিচের বই খানি ছাপতে গিয়েছিল স্বদেশ সুপ্রাচীন শিলালিপির জন্মের আগে

স্বদেশের এই বইটা আসবে না মেলায় কোন দিন

প্রচার কাল
আবিষ্কৃত হয় নি সৌরসন, চন্দ্রিমার ভাঙা গড়ায় আন্দাজ
বহু সময় আগে সুখেই ছিল অধিবাসী।
সীমানার সীমরেখা গোনাগুণি হয়নি তাই
শব্দেরা নেই, দেশেরা নেই, স্বদেশ অবান্তর শব্দ

প্রচ্ছদ
নাব্য মাছঢেউয়ে আঙুল দিয়ে আঁকার পর আঁকিয়ে অবাক
হতে হবে প্যাপিরাস, উঁটের চামড়ার কাগজ দিয়ে ছাপানো কাগজে কেনা কাগজ। মৌলি গলে যায়,
সে তর্জনী অন্ধকারের বৃষ্টি ভালবাসে।
স্বচ্ছতা তাও দৃষ্টিতে প্রবল আলোড়ন
বড় করে লিখতে থাকা কেমন হলো - প্রচ্ছদ মিশে আছে ব্রহ্মপুত্রের মত
কল কল নদীর পাতায়

উৎসর্গ
পাথুরে বর্শা হাতে শিকার করতে ছুটতে থাকা প্রথম মানুষ।

অন্য মানুষের অপেক্ষায় যদি আসে, বল্লমের আঁচড়ে অঙ্কিত হবে ভালবাসার মানুষটির নাম

১. চড়ুই-রোদ-সংসার
নরম আঙুলে ছক কেটে খেলছে চড়ুই, একটা ঠোঁট রেখে এলো চড়ুইনির কাছে, অন্যটা স্বকীয়তা ছাড়া অলিন্দে খড় কুটো কুটো ঠোকে, রোদ নামলে বৃক্ষ থেকে নেমে আসে দুই ঝগড়া কিচির মিচির, রোদ্দুর বলছে
কেউ কথা রাখে নি।

২. দায়ী
মানুষের বন্দি হবে
একদিন, রুষে ওঠে অতিকায় হাতি
কে মানুষ? আমরাই বিখ্যাত
ওঝা বলে, প্রেরিত পাথরে মরে যাবে হে ডাইনো,
বহু প্রাণী শেষ করে মানুষের নবী আসবে
কিন্তু আমাদের পর ঝাঁকে ঝাঁকে মানুষের পোনা বেঁচে থেকেও খোপপ্রেমিক কবুতরের মত বাসস্থানে নিজেই এসে ঢুকবে, সন্ধ্যায়, দায়িত্বশীল চিড়িয়া হয়ে।

৩. শুনেছি ধ্বংস হয়ে যাবে
প্রলয়ের অবশিষ্ট আর কত দিন! অস্ত্র জমা না দিয়ে
চারপাশে হত্যা আর খুন। হরিণ বাইসন নয়
স্বজনের পাইপগান গলা। হাবিল কাবিল কে মন্ত্রী করে ফেলো,
কতদিন ধরেই শুনি এই হবে - সেই হবে।



৪. অভিধান
*চোরা বিনয়ী*
বিশেষ্য। সমার্থক. কূট-বিনয়ী, প্রচারপ্রিয় বিনয়ী।
যে মানুষটি কৌশলে এইরূপ বিনয় প্রদর্শণ করে যাতে তাহার বিনয়ের উছিলায় ব্যাপক প্রচার ও প্রসার সম্পাদিত হয়।
*ভাব-জয়ী*
বিশেষ্য। জয় পরাজয় যাহাই ঘটুক না কেন যে আত্ম অহংকারে নিজেকে জয়ী ভাবে।





-
ড্রাফট ০.৫ / অনেক ভাবেই কবিতার উপস্থাপন হতে পারে

আপডেট হবে..





অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.