এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই।
মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেনের টিউটোরিয়াল নিয়ে লেখা হয়েছে বেশ কয়েকটি ভালো ভালো বই। প্রায় ডজনখানেক বই নেড়েচেড়ে দেখে Mike Halsey'র লেখা "Windows 7 Power Users Guide" বইটিকেই সেরা মনে হয়েছে।
ডাউনলোড লিঙ্ক
সাইজঃ ২৩ মেগাবাইট (১৭০ পৃষ্ঠা)
বইটিতে উইন্ডোজ সেভেনের ইন্সটলেশন প্রসেস থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেলের টিউটোরিয়ালগুলোতে খুটিনাটি কোন কিছুই বাদ যায়নি। বিভিন্ন টিপস আর ট্রিক্স ব্যবহার করে জানালা সেভেনকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর বিশদ বর্ণনা পাওয়া যাবে বইটির পাতায় পাতায়-
বর্ণনাগুলোর সাথে প্রয়োজনমত ছবিও যুক্ত করা হয়েছে যাতে একদম নতুন ইউজাররাও স্ক্রিনশট দেখে দেখে সহজে বুঝে নিতে পারবেন। আর সবচেয়ে ভালো লেগেছে বইটার স্টেপ বাই স্টেপ লেখার ভঙ্গিটা। অনেকটা ঠিক সিঁড়ি বেয়ে উপরে উঠার মত...অজানা থেকে জ্ঞানের পথে হাঁটার সিঁড়ি.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।