A Hero will Rise Up Just In Time
জাফর ইকবাল স্যারের প্রডিজি বইটা কিনলাম। অল্প কিছুটা পড়েছি। কিন্তু যে বিষয়টা আমার মন কেড়েছে সেটা হলো "উৎসর্গ" অংশটুকু। আমি স্যারের ভাষায়ই "উৎসর্গ" অংশটুকু তুলে দিলাম।
উৎসর্গ
"সায়মা ছবি আকে, কবিতা লেখে, গণিত অলিম্পিয়াডে পুরষ্কারও পায়।
একদিন সে আমার সাথে ফোনে যোগাযোগ করেছে, আমি তখন হতবাক হয়ে জানলাম, তার জীবনটি তছনছ হয়ে গেছে। অ্যাকসিডেন্টে সে পুরোপুরি চলৎশক্তিহীন, নিঃশ্বাসটুকুও নিতে হয় যন্ত্র দিয়ে। সারা শরীরে সে শুধু একটি আঙ্গুল নাড়তে পারে। সেই আঙ্গুল দিয়েই সে ছবি আকে, কবিতা লেখে। মোবাইল টেলিফোনে এসএমএস করে, সে আমাকে তার ভারি সুন্দর কবিতাগুলো পাঠাতো।
আমি তাকে বলেছিলাম, যখন বেশ কিছু কবিতা লেখা হবে, তখন একুশে বইমেলায় তা একটি বই বির করে দেব।
কিছুদিন আগে তার এক বান্ধবী আমাকে ফোন করে জানিয়েছে, সায়মা মারা গেছে; তার কবিতার বইটি আর বে করা হলোনা।
যারা সায়মার মতো কখনও জীবনযুদ্ধে পরাজিত হতে জানেনা, এই বইটি তাদের উদ্দেশ্যে। "
মুহম্মদ জাফর ইকবাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।