ভিজিএফ'র ৩১০ বস্তা চাল পাচারকালে ট্রাক চালক বেল্লাল হোসেন ও হেলপার দেলোয়ার হোসেনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যমতে সোমবার রাতে উপজেলা নির্বাহী মো. হেলালুজ্জামান সরকার ও অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম অভিযান চালিয়ে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের পাথাইলকান্দী বাজার থেকে চাল ভর্তি ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, উপজেলার গোবিন্দাসী বাজারের চাল ব্যবসায়ী মো. চাঁন মিয়া হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ভিজিএফ'র চাল ট্রাকযোগে কালোবাজারে পাচার করছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেয়া এমন তথ্যের ভিত্তিতে ভূঞাপুর উপজেলা নির্বাহী মো. হেলালুজ্জামান সরকার ও অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম পুলিশ সহকারে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের পাথাইলকান্দী বাজার থেকে চাল ভর্তি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০১৩৪) আটক করে থানায় নিয়ে আসে। এসময় ট্রাক চালক বেল্লাল হোসেন ও হেলপার দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ভূঞাপুর খাদ্য গুদাম ভান্ডারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হেলালুজ্জামান সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম, খাদ্য কর্মকতা মো. হাফিজুর রহমান, ওসি এলএসডি মো.শফিকুল ইসলাম পাচারকালে আটককৃত ট্রাক থেকে ভিজিএফ'র ৩১০ চাল খালাস করা হয়।
তথ্য সূত্রে জানা গেছে, চাল ব্যবসায়ী মো. চাঁন মিয়া খাদ্য কর্মকতা মো.হাফিজুর রহমান, ওসি এলএসডি মো.শফিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা তাহমীনা চৌধুরীর যোগসাজস্যেই আটককৃত ওই চাল পাচার করছিল। এঘটনার পর থেকেই চাঁন মিয়া পলাতক রয়েছে।
এব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রবিউল ইসলাম বলেন, এর আগেও চাল সংক্রান্ত বিষয়ে চাঁন মিয়া ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে মামলার চার্জশীট দেয়া হয়েছে। এঘটনায়ও মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।