আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনে দাঙ্গাবাজদের হামলা, বাংলাদেশি তরুণ নিহত

দাঙ্গাবাজদের হামলায় পপলারের ইস্ট লন্ডনের স্পে স্ট্রিটে  বাংলাদেশি এক তরুন নিহত হয়েছে। নিহতের নাম আজমল।  

গতকাল রাতে এই ঘটনা ঘটেছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেড়ানোর সময় রাত সাড়ে ৯টার দিকে পপলারের স্পে স্ট্রিটে একদল দাঙ্গাবাজের হামলার শিকার হন আজমলসহ কয়েকজন বাংলাদেশি।  

এসময় আক্রমণকারীরা আজমল ও তার এক সঙ্গীকে ছুরিকাঘাত করে।

আহত হওয়ার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজমলের মৃত্যু হয়। এদিকে চিবুকে ছুরিকাঘাতের জখম নিয়ে অন্য তরুণ এখনও হাসপাতালে চিকিৎসাধীন।  

গতকাল রাতে ইস্ট লন্ডনের পপলারে ছুরিকাঘাতে নিহত আজমল আলমের বয়স ১৬ বছর। এই তরুণ স্কুলের কৃতি ছাত্র ছিলেন বলে বিবিসি, গার্ডিয়ান ও হাফিংটন পোস্টের খবরে বলা হয়েছে।

 

এদিকে পুলিশ জানিয়েছে, কোনো ধরনের উস্কানি ছাড়াই আজমলদের ওপর হামলা হয়।  

বিবিসি জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে পুলিশ আটক করেছে।  

উল্লেখ্য, আজমল পড়াশুনা করতো ল্যাংডন পার্ক স্কুলে। টেভয়েট এস্টেটে তার বাবা, মা দুই ভাই ও এক বোনের সঙ্গে থাকতো আজমল।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।