ভয়ংকর নেশা লেগেছে,তোমার ঠোঁটের সেই লাল রক্তের নেশা।
১. প্রেমের ভেলায় ভাসবো মোরা,
এটা সবার জানা,
তাই বলেকি তোমার বাবা,
আমার বাড়ীতে দিবে হানা!!
২. তোমার সাথে প্রেম করেছি,
শুনছে তোমার ভাই,
বাসায় আইসা ১০ বার,
খুঁইজা গেছে তাই!!
৩.জীবন আমার দুঃখে ভরা,
কষ্ট আমার সঙ্গী,
কান্না আমার ভালোবাসা,
দিবা নিশি রাত্রি!
৪.তোমার কথা ভেবে ভেবে,
চোখের নিচে কালি,
আমায় ছ্যাকা দিয়া তুমি,
ঢাললে আশার গুড়ে বালি!
৫.আমার মাথায় চুল ছিলো না,
আর ছিলো না হাইট,
ছ্যাক খেয়ে অবশেষে,
হলাম টিউব লাইট!!
৬.সুরমা নদীর উদাস চরে,
বসত আমরা বাধি,
অর্ধেক হৃদয় নদীর তরে,
তোমার বাকী আধ-ই।
৭.আমার ভালোবাসার ব্যাকরণে,
হইছে কিছু ভুল,
সেই চান্সে তোমায় পেল,
আমার বন্ধু আবুল!
৮.ভালোবাসা খুঁজতে গিয়ে,
করছি আমি ভুল,
তাইতো এখন বসে বসে,
ছিড়ছি মাথার চুল!!
৯.তাহার কাছে মনের দুঃখ,
বলতে গেলে হায়,
অগ্নি ঝরা চক্ষু নিয়া,
আমার পানে চায়!
১০.তুমিহীনা জীবন আমার,
তপ্ত সাহারা মরুভূমি,
আমার কষ্ট বুঝে শুধু,
পাশের বাড়ীর ভুমি!
১১.প্রেম আমার করেছে মহান,
সিগারেট ছেড়ে তাই,
গাঞ্জায় মারছি টান!
১২.তোমার সাথে প্রেম করে,
হইছি ভালো পুলা,
তাই তো তোমার আগের প্রেমিক,
সহজে দিলো আমায় ডলা!!
১৩.তোমার কোলে মাথা রেখে,
মরবো আমি এটাই ছিলো সাধ,
আমাগো ডির্ভোস করাই দিলো,
তোমার খারুস বাপ!!
১৪.তোমার প্রেমে আমি,
পুরাপুরি অন্ধ,
তাই চশমা বিনা,
বাইরে যাওয়া বন্ধ!
১৫.তুই কি আমার চড়ুই হবি,
আমি হব তোর বর,
আমার মনের ঘুলঘুলিতে,
দুজন মিলে বাঁধব ছোট্ট ঘর!!
১৬. প্রেম দেখেনা সিনিয়ার জুনিয়ার,
প্রেম মানে না ধর্মে,
যে অধম-ই প্রেম করে হায়.
সেই থাকে ফর্মে!!
১৭. প্রেম করতে ঢাকা সিলেট,
খুব তো নয় ম্যাটার,
প্রেম করতে আসল জিনিস,
সঙ্গী হওয়া চাই ব্যাটার।।
১৮. ব্যালেট পেপার হত যদি,
আমার প্রিয়ার ঠোঁট,
একাই আমি দিতাম তবে,
সব বাঙ্গালির ভোট!!
১৯.তোমার ঠোঁট এত মিষ্টি,
আগে যদি জানতাম,
ইন্সুলিনটা সাথে নিয়া,
দেখা করতে আসতাম!!
২০.চুমুবিহীন ছেলটা মৃত্যুকোলে ডুবছিলো,
তোমার কালো তিলের ঠোঁটটা তাকে,
হাজার জন্মের সুখ দিলো!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।