বুধবার, ১৮ এপ্রিল ২০১২, ৫ বৈশাখ ১৪১৯ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর সংশোধনের পর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিনের লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে মোট ২৬৪ টি কোমপানির ১৬ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৫৮৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ১৩ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৪৩২ টাকা, যা আগেরদিনের চেয়ে ১০৬ কোটি ৯৬ লাখ টাকা কম। ডিএসইর সাধারণ মূল্যসূচক আগেরদিনের চেয়ে ৮৪ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগেরদিনের চেয়ে ৩৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ২৬৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের। অন্যদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসসি) সাধারণ সূচক ১৪৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। মোট লেনদেন হয়েছে ৮৩ কোটি ৬৮ লাখ টাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।