দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার লেনদেন হবে না। গতকাল সোমবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে সৃষ্ট কারিগরি ত্রুটির পুরোপুরি সমাধান না হওয়ায় আজ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোনো লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (এসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে এ কথা নিশ্চিত করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ সকাল ১০টায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসে। সভায় আজ লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘সিএসইর বোর্ড সভায় সদস্য ব্রোকারেজ হাউসগুলোকে ট্রেড সার্ভারে লগ ইন করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। গতকালের লেনদেন নিষ্পত্তি না হওয়ায় সিএসই কর্তৃপক্ষ আজকের লেনদেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ’
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদের জানান, সিডিবিএলের সার্ভারে কারিগরি সমস্যার কারণে গতকালের বিক্রয় করা শেয়ার ব্রোকারের ক্লিয়ারিং হিসাবে জমা করা সম্ভব হয়নি। আর এ কারণে সিডিবিএলের পক্ষ থেকে আজকের লেনদেন বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সকালে ডিএসইর বোর্ড সভায় লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, সকালে সিডিবিএল থেকে আনুষ্ঠানিকভাবে সার্ভারে সমস্যার বিষয়টি কমিশনকে অবহিত করা হয়েছে। সিডিবিএলের কারিগরি দল এ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
গতকাল সোমবার রাতে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ সামাদ প্রথম আলো ডটকমকে বলেছিলেন, সিডিবিএলের সার্ভারে সমস্যার কারণে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক থেকে গতকালের বিক্রয় করা শেয়ার দিনের লেনদেন শেষে সংশ্লিষ্ট ব্রোকারের ক্লিয়ারিং হিসাবে জমা করা সম্ভব হয়নি।
তবে, এই সমস্যা সমাধানে সিঙ্গাপুর ও মুম্বাইয়ের কারিগরি সহায়তা নিয়ে সিডিবিএলের কারিগরি দল কাজ করে যাচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।